মিড ডে মিলে এলআইসি আয়োজন মাংস থেকে জিলিপি পাপড় বাদাম এলাহী আয়োজন বিদ্যালয়ে 

Howrah News: মিড ডে মিলে মহাভোজের আয়োজন স্কুলে! তিথি উৎসবে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল জিভে জল আনা সব পদ

হাওড়া: রথযাত্রার উৎসবের স্বাদ মিড ডে মিলে! স্কুলে বিশেষ একটা দিন। বিদ্যালয় মম করছে খাবারের গন্ধে। গোটা দেশের মানুষের কাছে দারুণ আকর্ষণীয় রথযাত্রা উৎসব।

রথযাত্রা উপলক্ষে বিদ্যালয়ে পালিত হল তিথি উৎসব। সরকারি নির্দেশ মোতাবেক হাওড়া জেলার রাজাপুর থানার অন্তর্গত উলুবেড়িয়া ব্লক ২-এর অধীন সবিতা ভক্তা স্মৃতি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হল তিথি ভোজন অনুষ্ঠান। এই উৎসবের জন্য বেছে নেওয়া হয় ব্লকের প্রাথমিক বিদ্যালয়কে। তিথি ভোজন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হবে? শুনলে গায়ে কাঁটা দেবে

দুপুরের খাবারে বিভিন্ন পদের মধ্যে ছিল কলমি শাক ভাজা, আলু পোস্ত, মুগ ডাল, চিকেন কষা, চাটনি, পাপড়। সেই সঙ্গে ছিল, জিলাপি এবং কাঁঠাল। উলুবেড়িয়া ব্লক ২-এর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন সুপারভাইজার ধনঞ্জয় খাড়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ সমস্ত শিক্ষক এবং অভিভাবকেরা এদিন সহযোগিতা হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক স্বপন কুমার চেটেল বলেন, মাঝে মাঝেই ভাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই দিন মিড ডে মিলের মাংসের সঙ্গে রথযাত্রা উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য পাপড় জিলেপি ও কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সরকারি নির্দেশ অনুসারে আমরা সব সময় প্রস্তুত এবং আমার এই কাজে আমার সহযোগী শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।