বাঘে আক্রান্ত মৎস্যজীবী 

South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মুখের থেকে ফিরেছেন! ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন মৎস্যজীবী

দক্ষিণ ২৪ পরগনা‌: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন এক মৎস্যজীবী চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের ওই বাসিন্দা। দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি ৷ খুশি পরিবার ও প্রতিবেশীরা ৷ সুন্দরবনের ছোট মোল্লাখালি অঞ্চলের বাসিন্দা জগদীশ মন্ডল ৷ আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন ৷ সম্প্রতি বাড়ি ফিরে এসে এলাকার আরও কিছু মৎস্যজীবিদের সঙ্গে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য ৷

আরও পড়ুন: ভাল হয়েছিল পরীক্ষা, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই প্রাণ গেলে পরীক্ষার্থীর

জগদীশ মন্ডল ও এলাকার আরও দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ আচমকা তার উপর বাঘ আক্রমণ করে ৷ ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি ৷ কোনরকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ৷ দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি ৷

আরও পড়ুন: পকেটে ৫০ টাকা থাকলেই হবে, জঙ্গলে হাইকিং-নৌকা ভ্রমণ কী নেই! দোলে একদিন ঘুরে আসুন

চিকিৎসকরা জানান খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ ৷ইতিপূর্বে বাঘের হামলার যেসব ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে সেই সব মৎস্যজীবীর। তাই জগদীশবাবুর ঘটনা ব্যতিক্রম বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই মৎস্যজীবী প্রতিজ্ঞা করেছেন, আর কখনও প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরতে যাবেন না।

সুমন সাহা