রাস্তার উপর চলছে ডিঙি নৌকো

West Medinipur News: পুজোর আগে ফের বন্যার মত পরিস্থিতি ঘাটালে, নাজেহাল সাধারণ মানুষ

পশ্চিম মেদিনীপুর: বন্যা ঘাটালের কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি এলেই বানভাসি হবে ঘাটাল, যেন বছরভর স্বাভাবিক ঘটনা। দিন কয়েক আগে ঘাটালের শিলাবতীএবং ঝুমি নদীতে জল বাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঘাটাল মহকুমার একাধিক পৌর এলাকায়। তবে ফের পুজোর আগেই বন্যা পরিস্থিতি ঘাটালে। প্রায় দুদিন ধরে জলমগ্ন ঘাটালের একাধিক ওয়ার্ড। রাস্তায় বেরোলে সাইকেল কিংবা মোটরবাইক নয়, নৌকো নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। আইসিডিএস কিংবা প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে জল। যদিও প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে।

সম্প্রতি বৃষ্টি এবং বাঁকুড়া ও পুরুলিয়ার ভারী বৃষ্টির কারণে জল বেড়েছে ঘাটালের ঝুমি,শিলাবতী এবং রূপনারায়ণ নদীতে। স্বাভাবিকভাবে ঘাটালের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপদ সীমার নিচে জল থাকলেও ঘাটালের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করেছে ভরা নদীর জল। মহকুমার বেশ কয়েকটি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডিঙ্গি নৌকো নিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। বন্যার জলে নষ্ট মানুষের গৃহস্থালির আসবাবপত্র।

আরও পড়ুন : জেলা পুলিশের “সোপান” ভবিষ্যৎ গড়ে দিয়েছে অনেক ছাত্র-ছাত্রীর

প্রসঙ্গত প্রতিবছর বৃষ্টির সময় বানভাসি হয় ঘাটাল। ঘাটালের মধ্যে থাকা একাধিক নদী এবং শাখা নদীতে জল বাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। দিন কয়েক আগে প্রবল বৃষ্টির কারণে এবং পুরুলিয়া ও বাঁকুড়া থেকে জল ছাড়ার কারণে ঘাটালের একাধিক নদীর উপরে থাকা বাঁশের সাঁকো ভেঙে যায়। পাশাপাশি প্লাবিত হয় একাধিক ওয়ার্ড। তবে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটালে। একদিকে যখন দেবী দুর্গার আহ্বানের সাজো সাজো রব, চারিদিকে চলছে পুজোর প্রস্তুতি তখনই ঘাটালের একাধিক ওয়ার্ডে জলমগ্ন।

আরও পড়ুন : সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি, শিক্ষরত্ন পাচ্ছেন বেনাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক

পুজোর আগে বন্যা পরিস্থিতিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। যদিও মহকুমা প্রশাসনের তরফে বন্যা পরিস্থিতির উপর নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি বন্যার জলে বিভিন্ন ধরনের রোগ অসুখের দিকেও নজরদারি রেখেছে প্রশাসন। জমা জল থেকে মশা বাহিত কিংবা জল বাহিত কোনও রোগ বা সাপের উপদ্রব হচ্ছে কিনা তার দিকেও নজরদারি রাখা হয়েছে প্রশাসনের তরফে। তবে যদিও সেই অর্থে বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকায় কিছুটা হলেও আশার আলো দেখছেন সাধারণ মানুষ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

তবে জল থৈ থৈ অবস্থায় নাজেহাল পরিস্থিতি সকলের।

রঞ্জন চন্দ