তরণী মোহন 

LokSabha Election 2024:’হিংসা চাই না, শান্তিতে ভোট দিতে চাই!’ ভোটের মুখে গান বাঁধলেন এই বাউলশিল্পী

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শান্তিতে ভোটদানের আবেদন নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস। আসন্ন লোকসভা ভোটে সরকারি সহায়তা, গ্রামের মানুষের মাথা গোঁজার আশ্রয়, কর্মসংস্থান-সহ একাধিক বিষয় নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের কাশিবাটির ওই লোকশিল্পী। তাঁর গান ইতিমধ্যে মন কেড়েছে এলাকার নবীন থেকে প্রবীণদের। উত্তর দিনাজপুরের কাশিবাটির ছত্রপুরের বাসিন্দা তরণীমোহন বিশ্বাস ।

তরণীমোহন বলেন, ‘‘এবারের গান সম্পূর্ণভাবে ভোট সচেতনতার গান। ভোটে সন্ত্রাস চাই না, দেশের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। অধিকারকে খর্ব করার চেষ্টা করে নাগরিকদের অধিকার ও দায়িত্ব মনে করাতে গান বেঁধেছি। এছাড়া রাজ্যে কর্মসংস্থান না থাকাই সাধারণ মানুষ ছুটে যাচ্ছেন অন্য রাজ্যে অন্য দেশে।’’

আরও পড়ুন : এ এক ম্যাজিক-বোতল! খুললেই ‌যা বেরিয়ে আসছে চমকে ‌যাবেন! কোথায় মিলছে জানুন 

গ্রামের মানুষ অভাবে থাকলেও একটা সরকারি ঘর পাচ্ছেন না এসব দেখে মন খারাপ তরণীবাবুর। নিজের শিল্পসত্তাকে শুধু পেশাগত দিকেই নয়, সামাজিক ক্ষেত্রেও প্রসারিত করেছেন তিনি। সমাজ যখন হানাহানির পথে এগোয়, তখন শিল্পীই পারেন মানুষকে সংস্কৃতির মাধ্যমে শান্তির পথ দেখাতে।