প্রাক্তনীদের ফুটবল খেলা

Football: এক সময়ে ময়দান কাঁপানো খেলোয়াড়দের ফুটবল খেলা দেখল সোদপুর! প্রায় সকলেই ষাটোর্ধ্ব

উত্তর ২৪ পরগনা: একসময় ফুটবল পায়ে ময়দান দাপানো প্রাক্তন খেলোয়াড়দের দীর্ঘ বছর পর আবারও এদিন দেখা গেল স্ব-মহিমায়। কারুর বয়স ৬৬ কারুর ৫৮। কেউ খেলেছেন মোহনবাগানের হয়ে, কেউ ইস্টবেঙ্গলের হয়ে, কেউ খেলেছেন পোর্ট ট্রাস্ট সহ কলকাতার নামীদামি ফুটবল দলের হয়ে। শুধু তাই নয়, এদিন সোদপুর চন্ডি চরণ গাঙ্গুলি ক্রীড়াঙ্গনে ফুটবল পায়ে দেখা গেল ভারতীয় দলে খেলা প্রাক্তন খেলোয়াড়দেরও।

ছিলেন স্বপন সেনগুপ্ত, রনজিৎ মুখোপাধ্যায়, দিবাকর চক্রবর্তী, পবিত্র কর, রাজনারায়ণ মুখোপাধ্যায়ের মত ফুটবলাররাও। জেলার সেরা ক্লাব গুলির মধ্যে অন্যতম সোদপুর ক্লাবের শত বর্ষ উদযাপন ঘিরে এদিন ছিল একটি প্রাক্তনীদের প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে অংশ নিয়েছিলেন উত্তর ২৪ পরগনা একাদশ বনাম সোদপুর ক্লাব একাদশ। খেলা ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছিল প্লেয়ার সহ ক্লাব সদস্যদের মধ্যে।

 

আরও পড়ুন: গরমে গাছে কতবার জল দেওয়া উচিত? কী করে বাঁচাবেন বাগানের গাছ? জানুন

 

কেউ ৪০ বছর পর, তো কেউ ৪৫ বছর পর আবারও এদিন ফুটবল পায় নিলেন। আর তার সঙ্গে সঙ্গেই বয়সকে পিছনে ফেলে যেন আবারও সকলে ফিরে গেলেন সেই যৌবনে। মাঠে নেমে ওয়ার্ম আপ করতেও দেখা গেল প্রাক্তন খেলোয়াড়দের। এরপরই খেলা শুরু হতে, রীতিমতো বুড়ো হারের ভেল্কি দেখলো দর্শক আসনে থাকা ক্রীড়া প্রেমীরা। ফুটবল পায়ে একে অপরকে টেক্কা দিয়ে চলল হাড্ডা হাড্ডি লড়াই। সোদপুর ক্লাবে বর্তমানে প্রশিক্ষণ নেওয়া ফুটবলের ছাত্ররাও এদিন দেখল প্রাক্তনীদের পায়ের নিখুঁত কাজ। দর্শক আসনে থাকা ক্রীড়া-প্রেমীরা এদিনের এই খেলা দেখে বললেন, কথায় বলে – পুরনো চাল ভাতে বাড়ে, আজ যেন তারই বাস্তব রূপ দেখা গেল প্রাক্তনীদের এই ফুটবল খেলার মধ্যে দিয়ে।

Rudra Narayan Roy