সংগৃহীত ছবি

Ganesh Chaturthi 2024: মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর ছোঁয়া এবার বঙ্গে! তৈরি হচ্ছে ৩০ ফুটের মূর্তি, বড় চমক শিলিগুড়িতে

শিলিগুড়ি: আর মাত্র কিছুদিন বাদেই গণেশ পুজো। একটা সময় শহর শিলিগুড়িতে হাতে গোনা কয়েকটি গণেশ পুজো হত। তবে এখন সেখানে জাঁকজমকভাবে পূজিত হন গণপতি বাপ্পা। তবে এবছর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সবথেকে বড় গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। মহারাষ্ট্রের আদলে তৈরি হচ্ছে বিশালাকার গনেশ প্রতিমা। শিলিগুড়ির প্রধান নগর গণেশ পুজো কমিটির এবার চতুর্থ বর্ষপূর্তি। এবার ৩০ ফুটের মূর্তি বানাচ্ছে শিলিগুড়ির এই ক্লাব। এখানকার শিল্পীরাই তৈরি করছে এই গণেশ মূর্তি। এর সঙ্গে আলোকসজ্জাতেও থাকছে চমক।

আরও পড়ুন: অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ! বাড়িতে ডেকে ঘরবন্দি করে হেনস্থা অভিনেত্রীকে

২০২১ সাল থেকে প্রধান নগর এলাকার কিছু যুবক মিলে এই গণেশ পুজোর সূচনা করেছিলেন। শুরু থেকেই তাঁদের মাথায় ছিল যে কোনওদিন তাঁরা বড় আকারে মহারাষ্ট্রের মতো গণেশ পুজোর আয়োজন করবেন। তাই এ বছর বাজেট বাড়িয়ে করা হয় পাঁচ লক্ষ টাকা। প্রধান নগর এলাকার বাসিন্দারা তো বটেই, আশেপাশের বহু লোক এই পুজোয় তাঁদের সাহায্য করেছেন। দীর্ঘ এক মাস ধরে চলছে মূর্তি তৈরির কাজ। বাঁশের চাঙর লাগিয়ে শিলিগুড়ি কুমোরটুলির শিল্পীরাই গণেশ মূর্তি গড়ছেন। তাঁদের বিশ্বাস, এবার তাঁদের পুজো শিলিগুড়ির বাকি সমস্ত পুজোকে ছাপিয়ে যাবে।

ক্লাব সম্পাদক দেবরাজ পাল বলেন, ”গত চার বছর ধরে আমরা এই গণেশ পুজো করে আসছি। এবার শহরবাসীকে একটু মহারাষ্ট্রের গণেশ পুজোর আনন্দ দিতে চাই। তাই এই বিশালাকার প্রতিমা তৈরি হচ্ছে। ৬ই সেপ্টেম্বর আমাদের পুজোর শুভ উদ্বোধন হবে।” পুজোর কয়েকদিন গরিব দুঃস্থদের সেবা প্রদান-সহ প্রতিদিন ভোগ দেওয়া হবে। এছাড়াও আরও কিছু কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন তাঁরা। ভিড় এড়ানোর জন্য পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সব রকম ব্যবস্থা থাকবে। তাঁরা আশাবাদী যে, তাঁদের পুজো শহরবাসীর মন জয় করে নেবে।

অনির্বাণ রায়