গঙ্গা ভাঙন

Ganga Erosion: ভোট আসে ভোট ‌যায় পূরণ হয়না প্রতিশ্রুতি! ভাঙনের আতঙ্ক পিছু ছাড়েনা এই মানুষদের

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত এক সমস্যা গঙ্গা ভাঙন। ভোট আসে ভোট যায়, তবুও সমস্যার সমাধান হয় না এই গঙ্গা ভাঙনের। প্রতিশ্রুতি মেলে অনেক, কিন্তু বাস্তবে গঙ্গা ভাঙনের আতঙ্ক আজও গ্রাস করে মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের। লোকসভা নির্বাচন এলেও আদৌ কি শোনা হয় ভোটারদের কথা? নাকি ভাঙনের কড়াল গ্রাসের আতঙ্কে থাকতে হয় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের?

বর্তমানে বর্ষা শুরুর আগেই গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। বিগত প্রায় ৬ – ৭ মাস আগে ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় গঙ্গার ধসের মেরামতির কাজ শুরু করে ছিল ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তৃপক্ষ। কাজ করার সময় স্থানীয় বাসিন্দারা কাজে বাধা দেয়, নিন্মমানের কাজের অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন:ভোট প্রচারে বেরিয়ে যা করলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী! দেখে অবাক সকলে

অভি‌যোগ তারপরেও ফরাক্কা বাঁধ প্রকল্পের অধিকারিকরা সেই কাজ শেষ করে বেসরকারি ঠিকাদার সংস্থা দিয়ে। জল কমতেই শেষ হওয়ার কয়েক মাস পর থেকে পুনরায় গঙ্গায় ধস দেখতে পাওয়া যায়। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই এলাকার প্রায় ৪ থেকে ৫ হাজার পরিবার। ভাঙন নিয়ন্ত্রণের জন্য ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রুত গঙ্গা ভাঙনের স্হায়ী সমস্যার সমাধান হোক চাইছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী