সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

General Knowledge: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

জেসিবি মেশিন প্রায় সকলেই দেখেছেন। যেকোনও জায়গায় খোঁড়াখুঁড়ি করার কাজেই ব‍্যবহৃত হয় জেসিবি মেশিন। কিন্তু মেশিন ছোট, বড় যেমনই হোক না কেন, রং সবসময় হলুদই হয়। কখনও ভেবে দেখেছেন কেন?
জেসিবি মেশিন প্রায় সকলেই দেখেছেন। যেকোনও জায়গায় খোঁড়াখুঁড়ি করার কাজেই ব‍্যবহৃত হয় জেসিবি মেশিন। কিন্তু মেশিন ছোট, বড় যেমনই হোক না কেন, রং সবসময় হলুদই হয়। কখনও ভেবে দেখেছেন কেন?
বাড়ির আশপাশে যদি কোনও নির্মান কাজ চলে, তাহলে সেখানে নিশ্চই দেখা যাবে একটি জেসিবি মেশিন। তবে শুধু নতুন বাড়ি তৈরির কাজে নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে ব‍্যবহার করা হয় এই মেশিন। বহুল ব‍্যবহারের জন‍্য গ্রাম থেকে শহর, এই মেশিনের প্রয়োজনীয়তা বর্তমানে প্রচুর।
বাড়ির আশপাশে যদি কোনও নির্মান কাজ চলে, তাহলে সেখানে নিশ্চই দেখা যাবে একটি জেসিবি মেশিন। তবে শুধু নতুন বাড়ি তৈরির কাজে নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে ব‍্যবহার করা হয় এই মেশিন। বহুল ব‍্যবহারের জন‍্য গ্রাম থেকে শহর, এই মেশিনের প্রয়োজনীয়তা বর্তমানে প্রচুর।
কিন্তু ছোট, বড়, যেমন সাইজেরই জেসিবি মেশিন হোক না কেন, সবার রংই হলুদ। শুধু এদেশে, বিশ্বজুড়েই সমস্ত জেসিবি মেশিনের রং হলুদ হয়। সঙ্গে থাকে কালো রঙের ছোঁয়া। কিন্তু জেসিবি মেশিনের ক্ষেত্রে কেবলমাত্র এই একটি রংকেই কেন ব‍্যবহার করা হয়? কারণ জানলে অবাক হতে হয়।
কিন্তু ছোট, বড়, যেমন সাইজেরই জেসিবি মেশিন হোক না কেন, সবার রংই হলুদ। শুধু এদেশে, বিশ্বজুড়েই সমস্ত জেসিবি মেশিনের রং হলুদ হয়। সঙ্গে থাকে কালো রঙের ছোঁয়া। কিন্তু জেসিবি মেশিনের ক্ষেত্রে কেবলমাত্র এই একটি রংকেই কেন ব‍্যবহার করা হয়? কারণ জানলে অবাক হতে হয়।
প্রথম দিকে জেসিবি মেশিনের রং হলুদ ছিল না। আগে এই মেশিনের রং লাল বা সাদা হত। কিন্তু তাতে একটি সমস‍্য দেখা দেয়। লাল-সাদা রঙের কারণে এই মেশিন দূর থেকে সহজে দেখা যেত না।
প্রথম দিকে জেসিবি মেশিনের রং হলুদ ছিল না। আগে এই মেশিনের রং লাল বা সাদা হত। কিন্তু তাতে একটি সমস‍্য দেখা দেয়। লাল-সাদা রঙের কারণে এই মেশিন দূর থেকে সহজে দেখা যেত না।
ফলে নির্মান ক্ষেত্রে অনেক সমস‍্যা দেখা দেয়। যার কারণে এই মেশিনের রঙ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক গবেষণার পর সিদ্ধান্ত নেওয়া হয়, সারা পৃথিবীতেই এই মেশিনগুলোর রঙ হলুদ রাখা হবে।
ফলে নির্মান ক্ষেত্রে অনেক সমস‍্যা দেখা দেয়। যার কারণে এই মেশিনের রঙ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক গবেষণার পর সিদ্ধান্ত নেওয়া হয়, সারা পৃথিবীতেই এই মেশিনগুলোর রঙ হলুদ রাখা হবে।
অবশ‍্য শুধু রং নয়, জেসিবি মেশিনের নামেও রয়েছে মজাদার রহস‍্য। আসলে এই মেশিনের নাম JCB মেশিন নয়। প্রকৃতপক্ষে, এই মেশিনটি তৈরিকারী কোম্পানির নাম JCB।
অবশ‍্য শুধু রং নয়, জেসিবি মেশিনের নামেও রয়েছে মজাদার রহস‍্য। আসলে এই মেশিনের নাম JCB মেশিন নয়। প্রকৃতপক্ষে, এই মেশিনটি তৈরিকারী কোম্পানির নাম JCB।
যা কোম্পানির মালিক এবং ব্রিটিশ বিলিয়নেয়ার জোসেফ সিরিল ব্যামফোর্ডের নামে রাখা হয়েছে। একই সময়ে, এই মেশিনের আসল নাম ব্যাকহো লোডার।
যা কোম্পানির মালিক এবং ব্রিটিশ বিলিয়নেয়ার জোসেফ সিরিল ব্যামফোর্ডের নামে রাখা হয়েছে। একই সময়ে, এই মেশিনের আসল নাম ব্যাকহো লোডার।