ভয়ঙ্কর

GK: পৃথিবীর একমাত্র প্রাণী, ৫ বছর কিচ্ছু না খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে! বলুন তো, কোন প্রাণী, চমকে যাবেন শুনে

সমুদ্র মানেই রহস্য। গভীর সমুদ্রে কালো অন্ধকারে কোন কোন প্রাণীদের বাস তার কুলকিনারা আজও করতে পারেননি বিজ্ঞানীরা। গভীর সমুদ্রে এমনও অনেক প্রাণী আছে, যাদের নামও কখনও শোনেননি। এরা দেখতে যেমন অদ্ভুত তেমনই এদের বৈশিষ্টও ভিন্ন।
সমুদ্র মানেই রহস্য। গভীর সমুদ্রে কালো অন্ধকারে কোন কোন প্রাণীদের বাস তার কুলকিনারা আজও করতে পারেননি বিজ্ঞানীরা। গভীর সমুদ্রে এমনও অনেক প্রাণী আছে, যাদের নামও কখনও শোনেননি। এরা দেখতে যেমন অদ্ভুত তেমনই এদের বৈশিষ্টও ভিন্ন।
সবচেয়ে অবাক করা বিষয় হল, এত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে তারা। একদল গবেষক গভীর সমুদ্রে গিয়ে এক আশ্চর্য প্রাণী খুঁজে বের করেছেন। যা অজানা ছিল এতকাল। এদের নাম হার্প স্পঞ্জ। দেখে মনে হবে কোনও সামুদ্রিক উদ্ভিদ বা প্রবাল হবে হয়ত। কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জেনেছে এরা আসলে সামুদ্রিক প্রাণী।
সবচেয়ে অবাক করা বিষয় হল, এত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে তারা। একদল গবেষক গভীর সমুদ্রে গিয়ে এক আশ্চর্য প্রাণী খুঁজে বের করেছেন। যা অজানা ছিল এতকাল। এদের নাম হার্প স্পঞ্জ। দেখে মনে হবে কোনও সামুদ্রিক উদ্ভিদ বা প্রবাল হবে হয়ত। কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জেনেছে এরা আসলে সামুদ্রিক প্রাণী।
হার্প পঞ্জ নামের এই প্রাণী সমুদ্রের সাড়ে ১০ হাজার ফুট থেকে সাড়ে ১১ হাজার ফুট গভীরে বাস করে। এই প্রাণীরা তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকারে পরিণত করে খেয়ে ফেলতে পারে। তবে, এরা পাঁচ বছর খাবার না খেয়েও বাঁচতে পারে।
হার্প পঞ্জ নামের এই প্রাণী সমুদ্রের সাড়ে ১০ হাজার ফুট থেকে সাড়ে ১১ হাজার ফুট গভীরে বাস করে। এই প্রাণীরা তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকারে পরিণত করে খেয়ে ফেলতে পারে। তবে, এরা পাঁচ বছর খাবার না খেয়েও বাঁচতে পারে।
গাছের ডালের মতো এই প্রাণীরা তাদের শিকারকে আকরে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত হার্প স্পঞ্জ ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেওয়া শুরু করে।
গাছের ডালের মতো এই প্রাণীরা তাদের শিকারকে আকরে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত হার্প স্পঞ্জ ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেওয়া শুরু করে।
প্যাসিফিক ভাইপার ফিশ এদের মুখ অনেক বড় দাঁতগুলো সুঁই এর মতো এরা শিকারী মাছ। সমুদ্রের পাঁচ হাজার ফুট গভীরে এদের বাস। শিকারের সময় এরা হা করে থাকে ছোট ছোট মাছ এদের মুখে ঢুকতে থাকে। দাঁতগুলোকে তারা খাঁচার মতো ব্যবহার করে।
প্যাসিফিক ভাইপার ফিশ এদের মুখ অনেক বড় দাঁতগুলো সুঁই এর মতো এরা শিকারী মাছ। সমুদ্রের পাঁচ হাজার ফুট গভীরে এদের বাস। শিকারের সময় এরা হা করে থাকে ছোট ছোট মাছ এদের মুখে ঢুকতে থাকে। দাঁতগুলোকে তারা খাঁচার মতো ব্যবহার করে।