খুব-বেশি শাসনের ফলে ভয়, নার্ভাসনেস বৃদ্ধি হতে পারে৷ তার ভিতরে রাগ জন্মাতে পারে৷ আপনাকে অতিরিক্ত ভয়ও পেতে পারে৷ এর ফলে সন্তান আপনার সঙ্গে আর কিছু শেয়ার করতে চাইবে না৷

Parenting Tips: সাবধান! সন্তানকে অতিরিক্ত শাসন করছেন? ওর শরীর ও মনে ৪ বড়ো ক্ষতি হয়ে যেতে পারে, জানেন কী?

বাচ্চাকে তার ভালর জন্যই হয়তো অত্যাধিক বকা-ঝকা করছেন৷ আপনার মনে হচ্ছে শাসনখুদে সদস্যটিকে অনুশাসন শেখাবেন৷ কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো৷ অতিরিক্ত শাসনের ফলে বাচ্চা বিগরে যেতে পারে৷ আপনি হয়তো বুঝতেই পারছেন না৷ কিন্তু শিশুর চার মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে৷
বাচ্চাকে তার ভালর জন্যই হয়তো অত্যাধিক বকা-ঝকা করছেন৷ আপনার মনে হচ্ছে শাসন খুদে সদস্যটিকে অনুশাসন শেখাবেন৷ কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো৷ অতিরিক্ত শাসনের ফলে বাচ্চা বিগরে যেতে পারে৷ আপনি হয়তো বুঝতেই পারছেন না৷ কিন্তু শিশুর চার মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে৷
অতিরিক্ত শাসনের ফলে সন্তানের মানসিক বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে৷ তার লার্নিং এবিলিটির উপরও এর প্রভাব পড়ে৷ তবে জানলে অবাক হবে, এই শাসনের ফলে কেবল মানসিক নয়, শারীরিক বৃদ্ধিও অনেকাংশে ধীর হয়ে যায়৷
অতিরিক্ত শাসনের ফলে সন্তানের মানসিক বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে৷ তার লার্নিং এবিলিটির উপরও এর প্রভাব পড়ে৷ তবে জানলে অবাক হবে, এই শাসনের ফলে কেবল মানসিক নয়, শারীরিক বৃদ্ধিও অনেকাংশে ধীর হয়ে যায়৷
অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু যা বলতে চাইছে, তার মাঝেই মা-বাবা তাকে আটকে দেন৷ এটা একদম করবেন না৷ এর ফলে শিশুদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আত্মবিশ্বাসও অনেকটা হ্রাস পায়৷
অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু যা বলতে চাইছে, তার মাঝেই মা-বাবা তাকে আটকে দেন৷ এটা একদম করবেন না৷ এর ফলে শিশুদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আত্মবিশ্বাসও অনেকটা হ্রাস পায়৷
কথা বলার সময় বাধা দিলে, তার সমস্ত বিষয়ে তর্ক করার প্রবণতা বৃদ্ধি পাবে৷ এর ফলে আপনার সঙ্গে সন্তানের সম্পর্কেরও অবনতি ঘটতে শুরু হবে৷
কথা বলার সময় বাধা দিলে, তার সমস্ত বিষয়ে তর্ক করার প্রবণতা বৃদ্ধি পাবে৷ এর ফলে আপনার সঙ্গে সন্তানের সম্পর্কেরও অবনতি ঘটতে শুরু হবে৷
এছাড়া অনেকেই শিশুকে যে কোনও কিছুতেই বারণ করে৷ এর ফলে শিশুদের সৃজনশীলতার ক্ষমতা বেশ কমে যায়৷
এছাড়া অনেকেই শিশুকে যে কোনও কিছুতেই বারণ করে৷ এর ফলে শিশুদের সৃজনশীলতার ক্ষমতা বেশ কমে যায়৷
খুব-বেশি শাসনের ফলে ভয়, নার্ভাসনেস বৃদ্ধি হতে পারে৷ তার ভিতরে রাগ জন্মাতে পারে৷ আপনাকে অতিরিক্ত ভয়ও পেতে পারে৷ এর ফলে সন্তান আপনার সঙ্গে আর কিছু শেয়ার করতে চাইবে না৷
খুব-বেশি শাসনের ফলে ভয়, নার্ভাসনেস বৃদ্ধি হতে পারে৷ তার ভিতরে রাগ জন্মাতে পারে৷ আপনাকে অতিরিক্ত ভয়ও পেতে পারে৷ এর ফলে সন্তান আপনার সঙ্গে আর কিছু শেয়ার করতে চাইবে না৷