ফাইল ছবি৷

Google: ১৯ বছরের চাকরি, হঠাৎ ছাঁটাই! গুগলের কর্মী যা লিখলেন, অবাক না হয়ে উপায় নেই

কলকাতা: দীর্ঘ প্রায় কুড়ি বছর তিনি বিশ্বের অন্যতম নামী সংস্থা গুগল-এ কর্মরত ছিলেন৷ কিন্তু ১৯ বছর গুগল-এ কাটিয়ে দেওয়ার পর হঠাৎ একদিন ওই কর্মী জানতে পারলেন, তাঁকে ছাঁটাই করে দিয়েছে সংস্থা৷

আর পাঁচ জন হলে হয়তো এমন পরিণতির পর নিজের মনের যাবতীয় ক্ষোভ প্রকাশ্যেই উগড়ে দিতেন৷ অথবা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন৷ কিন্তু কেভিন বুরোলিয়ন নামে গুগল থেকে চাকরি হারানো ওই কর্মী সে পথে হাঁটেননি৷ বরং চাকরি খুইয়ে তিনি সমাজমাধ্যমে যা লিখেছেন, তা দেখে অবাক অনেকেই৷ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে কেভিন বুরোলিনের ওই পোস্ট৷

চাকরি হারানোর পর সমাজমাধ্যমে গুগলের ওই প্রাক্তন কর্মী লিখেছেন, একটা যুগের অবসান৷ ১৯ বছর গুগলে কাটানোর পর আমি গতকাল সকালে জানতে পারলাম যে বুলেটটা আমাকে এসেই বিঁধেছে৷ একরাতের মধ্যে আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ছেলের মতো আগলে রেখেছিলেন ভারতীয় মা,পথভোলা বাংলাদেশী যুবককে নিয়ে কী করল বিএসএফ?

চাকরি হারানোর জন্য যে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে, তা অস্বীকার করেননি বুরোলিয়ন৷ একই সঙ্গে তিনি লিখেছেন, চাকরি হারালে বিপর্যস্ত লাগে ঠিকই৷ কিন্তু আমার জীবনে এরকম একটা ঝাঁকুনির প্রয়োজন ছিল৷ তাই এখনই তাড়াহুড়ো করে আমি অন্য চাকরিতে ঢুকতে চাই ন৷

বুরোলিয়ন আরও জানিয়েছেন, চাকরি না থাকায় এবার অবসর সময় তিনি সাইক্লিং করবেন, বই পড়বেন, ড্রাম বাজানো শিখবেন, ঘুরে বেড়াবেন এবং সর্বোপরি পরিবারকে আরও বেশি করে সময় দেবেন৷ একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, চাকরি হারানোর খবর জেনে কেউ যেন তাঁকে সহানুভূতির বার্তা না দেয়৷

গুগলের এক মুখপাত্রও বিবৃতি দিয়ে জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়েই তাদের বিভিন্ন অধীনস্থ সংস্থার উৎপাদনশীলতা এবং কর্মদক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু কর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে৷ তবে যাঁদের ছাঁটাই করা হচ্ছে, তাঁরা ফের গুগলে নতুন কোনও চাকরির জন্য আবেদন জানাতে পারবেন বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷