আন্তর্জাতিক পদক হাতে গোবিন্দ সরকার 

Siliguri News: এশিয়ার প্রতিযোগীদের হারিয়ে ক্যারাটেতে সোনা শিলিগুড়ির ছেলের

শিলিগুড়ি: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে সোনা জিতল শিলিগুড়ির গোবিন্দ সরকার। এই সাফল্যে খুশি গোটা শহর। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, জিম্বাবোয়ের মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। ভারত থেকে মোট ৯০ জন প্রতিযোগী অংশ নেন‌। তাঁদের সকলের মধ্যে ৬৫ কেজি বিভাগে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেন গোবিন্দ সরকার।

আরও পড়ুন: আর মিলবে না রেশন, বন্ধ হচ্ছে দোকান! ডিলারদের সিদ্ধান্তে মাথায় হাত

শিলিগুড়ির ক্যারাটে প্রশিক্ষক নিরুপ মণ্ডল ছাত্রের এই সাফল্য প্রসঙ্গে জানান, আন্তর্জাতিক স্তরে তাঁদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ছিল আরও বেশি ও নিবিড় প্রশিক্ষণের। তিনি নিজে আলাদা করে কিছু ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বিদেশের প্রশিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠার জন্য তাঁদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ চলে। যার ফলাফল হাতেনাতে পাওয়া গিয়েছে। আগামী দিনে এই প্রশিক্ষণ সংস্থা থেকে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতায় ছেলেমেয়েদের পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ এবং অধ্যাবসায়ের মাধ্যমে আরও ভাল প্রশিক্ষিত প্রতিযোগী তৈরি করা হবে বলে জানান তিনি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগামী দিনে রাজ্যের আরও প্রতিযোগী আন্তর্জাতিক স্তরে পুরস্কার নিয়ে আসতে পারবে বলে দাবি করেন গোবিন্দ। তিনি বলেন, এই সাফল্য একটি ভাল সূচনার ইঙ্গিত দেয়, যা আগামী দিনে আরও এগিয়ে যেতে তাঁকে উদ্বুদ্ধ করবে।

অনির্বাণ রায়