অ্যানাকোন্ডার নাম রাখা হয় অ্যানা জুলিয়া

Rare Anaconda Death: ২০০ কেজি ওজনের সবুজ অ্যানাকোন্ডা! আমাজনের বৃষ্টিঅরণ্যে আবিষ্কারের কিছু দিনের মধ্যেই হত্যা বিশ্বের ‘সবথেকে বড়’ সাপকে

বোনিতো : আবিষ্কার করার মাত্র কিছু দিনের মধ্যেই মৃত্যু হল দৈত্যাকৃতি অ্যানাকোন্ডা-র৷ বিজ্ঞানীদের ধারণা, বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে এটি অন্যতম৷ যে গবেষক সাপটিকে প্রাথমিক ভাবে আবিষ্কার করেছিলেন তাঁর দাবি বন্দুকের গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বিশালাকায় সরীসৃপটি৷

দক্ষিণ ব্রাজিলের মাতো গ্রোসো দো সাল প্রদেশের বোনিতো এলাকার গ্রামীণ অঞ্চলে ফোরমোজো নদীতে এই অ্যানাকোন্ডা সাপটিকে পাঁচ সপ্তাহ আগে আবিষ্কার করা হয়৷ তার নাম রাখা হয় অ্যানা জুলিয়া৷ এক বহজাতিক নামী টেলিভিশন চ্যানেলের জন্য ‘পোল টু পোল’ সিরিজের শ্যুটিঙের সময় অ্যানাকোন্ডাটিকে দেখা গিয়েছিল প্রথম বার৷

আরও পড়ুন : সুজি খান এভাবে! চোখের নিমেষে রোগা হবেন! দূর হবে ওজন নিয়ে দুশ্চিন্তা

দৈর্ঘ্যে ২৬ ফুট, সবুজ রঙের সাপটির ওজন প্রায় ৪৪০ পাউন্ড বা ১৯৯.৫৮১ কিলোগ্রাম৷ যা প্রায় ৩১ টি বড় পাথরের ওজনের সমান৷ অ্যানাকোন্ডার মাথার আয়তন মানুষের মাথার আয়তনের সঙ্গে তুলনীয়৷ বিরল সাপটির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে৷ অধ্যাপক ফ্রিক ভঙ্ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘তীব্র দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা বিশাল আয়তনের সবুজ অ্যানাকোন্ডা, যেটির সঙ্গে আমি সাঁতার কেটেছিলাম, সেটিকে নদীতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷’’

 

 

View this post on Instagram

 

A post shared by Prof. dr. Freek Vonk (@freekvonk)

পূর্ণবয়স্ক অ্যানাকোন্ডাটি সম্পূর্ণ সুস্থ ছিল বলে দাবি অধ্যাপকের৷ জীবিত থাকলে তার প্রজাতির বংশবৃদ্ধি হত এবং সেটা বিশ্বের জীববৈচিত্রের জন্য লাভদায়ক বলে মন্তব্য সর্পগবেষকদের৷ কারণ দানবাকৃতির এই বিশেষ প্রজাতির সাপ পৃথিবীতে খুব বেশি নেই৷ বলছেন বিজ্ঞানী তথা গবেষকরা৷ বিরল এই সরীসৃপের অকালমৃত্যু যে বন্যপ্রাণের উপর মানুষের নৃশংসতারই আরও একটি নিদর্শন, তাতে কোনও সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের৷