দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

South Dinajpur News: ফের বন্ধ অতিথি অধ্যাপকদের বেতন! উত্তাল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস!

দক্ষিণ দিনাজপুর: ফের বেতন সমস্যায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা। রেজিস্ট্রারের মতামত না মেলায় ফের বন্ধ হল অধ্যাপকদের বেতন। এনিয়ে ফের উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযোগ, ভারপ্রাপ্ত নতুন রেজিস্ট্রার আসার পর থেকেই বেতনের বিলে সই করছেন না। ফলে ফের মাস দুই বেতন আটকে গিয়েছে।

জুলাই মাসে এনিয়ে আন্দোলন করার পরেই রেজিস্ট্রারকে এড়িয়ে উপাচার্য বিশেষ ক্ষমতাবলে অতিথি অধ্যাপকদের বকেয়া বেতন মিটিয়ে দিয়েছিল। কিন্তু এবারও রেজিস্ট্রার বিলে সই না করায় ফের একই সমস্যার সম্মুখীন হয়েছে অধ্যাপকরা। এদিন দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে অধ্যাপকরা তাদের দাবি দাওয়া জানালেও সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুন:আপনার রাশিচক্রে কোন গ্রহের অবস্থান কেমন, যে গ্রহের স্থান নীচু সেই অনুসারে ধারণ করুন রুদ্রাক্ষ, টলে যাবে মৃত্যুও

রেজিস্ট্রার সই না করলে তিনি বেতন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন উপাচার্য। আর এতেই সংকট বাড়ছে বিশ্ববিদ্যালয়ে। সমাধান কোন পথে, জানা নেই কারোরই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ১৮ জন অতিথি অধ্যাপক রয়েছে। অতিথি অধ্যাপকদের অভিযোগ, রেজিস্ট্রার আসেই না বিশ্ববিদ্যালয়ে। এমনকি বিশ্ববিদ্যালয়ের কোন কাজেই সহায়তা করেন না। তাই বেতনের সদুত্তর না পাওয়ায় ক্রমাগত আন্দোলনে নামতে চলেছেন অধ্যাপকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী