নষ্ট হয়ে যাওয়া তরমুজ

Hailstorm: রমজান মাসে আর পাওয়া যাবে না তরমুজ! কয়েক ঘণ্টার শিলা বৃষ্টিতে সব শেষ…

বাঁকুড়া: মাত্র কয়েক ঘণ্টার শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো তরমুজ চাষের। বিঘার পর বিঘা জমির তরমুজ শিলাবৃষ্টির জেরে উপরের খোলা ফেটে নষ্ট হয়ে গিয়েছে। মাথায় হাত কৃষকদের।

আর‌ও পড়ুন: গার্ডেনরিচের আতঙ্ক এবার কোচবিহারে! দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির মালিক ও স্থানীয়দের

বাঁকুড়ায় এই হঠাৎ শিলাবৃষ্টিতে প্রায় ৫০০ থেকে ৫৫০ বিঘা জমির তরমুজ নষ্ট হয়েছে। এছাড়াও প্রায় ২০০০ বিঘা জমিতে চাষ করা তিল নষ্ট হয়েছে। এছাড়াও কয়েকশো বিঘার আলু, বাদাম, কুমড়ো, বেগুন সহ মরশুমি সবজির চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে রীতিমত বিপর্যস্ত অবস্থা কৃষকদের।

জেলায় প্রায় ঘণ্টা খানেক এক নাগাড়ে শিলাবৃষ্টি হয়। আর তাতেই সর্বত্র লণ্ডভণ্ড দশা। অর্থকরী ফসল আলু এখনও মাঠে, আর তার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে শিলাবৃষ্টি। এই সময়ে বাজারে কৃষকরা বেশ ভাল দাম পান ফসলের। কিন্তু হঠাৎ শিলা বৃষ্টি গোটা পরিস্থিতিটাই বদলে দিয়েছে। বাঁকুড়ার রাইপুর ব্লকের লুড়কা, মৌলাশোল, কাঁটাপাল, কোলমুরারি, মেলেড়া সহ বেশকিছু এলাকার চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শিলাবৃষ্টিতে তিলগাছ, বেগুনগাছ, কুমড়ো গাছ, বাদাম গাছ পুরো নষ্ট হয়ে গিয়েছে। রুক্ষ সূক্ষ্ম লাল মাটির জেলা বাঁকুড়া। এখানে ফসল ফলাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় কৃষকদের। খুব একটা সাথ দেয় না প্রকৃতি। অসময়ের বৃষ্টি, ঝড় কিংবা প্রচণ্ড দাবদাহ বাধা হয়ে দাঁড়ায় চাষের কাজে। এবারও ঘটল একই ঘটনা। শিলাবৃষ্টির কারণে কার্যতর পথে এসে বসলেন বহু কৃষক।

নীলাঞ্জন ব্যানার্জী