হ‍্যামিল্টনগঞ্জ স্টেশন

Hamiltanganj Station: ইউরোপিয়ান সাহেবদের এই রেল স্টেশন আজও রয়েছে বাংলায়! দেখলে চমকে যাবেন! জানেন কোথায়?

আলিপুরদুয়ার: এই স্টেশনের সঙ্গে রয়েছে ইউরোপিয়ান সাহেবদের স্মৃতি জড়িয়ে। রেল স্টেশনটি ঐতিহ্যবাহী, কিন্তু দীর্ঘ সময় ধরে অযত্নে পরে থাকায় কৌলিন্য হারিয়ে গিয়েছে। দূরপাল্লা থেকে শুরু করে প্যাসেঞ্জার কোনও ট্রেন দাঁড়ায় না স্টেশনটিতে।

ব্রিটিশদের থেকে ইউরোপিয়ান সাহেবরা সংখ্যায় বেশি থাকতেন হ্যামিল্টণগঞ্জ এলাকায়। স্থানীয়দের পক্ষ থেকে জানা যায়, এলাকার উন্নতির ধারক তারা ছিলেন। সেই আমলেই তৈরি হয়েছিল রেল স্টেশনটি। কোনও ট্রেন স্টপেজ না থাকার ফলে বর্তমানে এই স্টেশনটি পোড়ো বাড়িতে পরিণত হচ্ছে। দূরপাল্লা ট্রেন ও বামনহাট গামী ট্রেনের স্টপেজের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় সিদ্ধান্ত AIIMS-এর! আন্দোলনকারীদের কাছে ‘মানবিক’ আবেদন

হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশন সাহেবদের আমলে তৈরি হয়েছিল। সেইসময়ে এই স্টেশনের গুরুত্ব ছিল অপরিসীম কিন্ত পরবর্তীতে এই হ্যামিল্টনগঞ্জ স্টেশনের উন্নতি হয়নি। লকডাউনের পূর্বে হ্যামিল্টনগঞ্জ স্টেশনে শিলিগুড়ি বামনহাট গামী ট্রেনের স্টপেজ ছিল কিন্ত পরবর্তীতে সেই স্টপেজ উঠে যায়। স্টপেজ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের।

হ্যামিল্টনগঞ্জ নাগরিক মঞ্চের সম্পাদক রবি মিত্র জানান, “বর্তমানে কলকাতাগামী কাঞ্চনকন্যা ট্রেনের স্টপেজ আছে। দাবি মহানন্দা, ক্যাপিটল ট্রেনের ও বামনহাট গামী ট্রেনের স্টপেজ দেওয়া হক। এলাকায় ব্যবসায়ীদের ও ছাত্রছাত্রীদের আলিপুরদুয়ার, শিলিগুড়ি যেতে বর্তমানে সমস্যায় পড়তে হচ্ছে।’’

—– Annanya Dey