বৃক্ষ রোপণ

Tree Adaption: প্রকৃতি ভালবাসেন? তবে নিখরচায় দত্তক নিতে পারেন গাছ! কীভাবে নেবেন জেনে নিন

আলিপুরদুয়ার: গাছের চারা দত্তক দেওয়া হচ্ছে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসের পক্ষ থেকে। স্কুল, যৌথ বন সুরক্ষা কমিটি গুলি নয় গাছের চারা দত্তক নেওয়ার আহ্বান জানানো হয়েছে জন সাধারণকে। গাছের চারা যারা দত্তক নেবেন তাঁদের ৫০ টি করে গাছ দত্তক দেওয়া হবে। পরিবেশ রক্ষায় পঞ্চাশটি গাছ দত্তক নিলেন কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা।

বনদফতরের তরফে বিশ্বনাথ পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। যেখানে পঞ্চাশটি গাছ রোপন করা হয়। সেই সঙ্গে এই গাছগুলোকে বড় করে তোলার ও তার যত্ন, পরিচর্যার দায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে উত্তর লতাবাড়ির যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা। এ বিষয়ে কমিটির সদস্য রবি মুর্মু বলেন,’পরিবেশ বাঁচাতে আমারা পঞ্চাশটি গাছ এদিন দত্তক নিয়েছি। বর্তমানে বৃক্ষরোপণে উদ্যোগী না হলে বিপদ আসন্ন।’

আরও পড়ুন:মন ভরা প্রকৃতি, চোখের আরাম, সস্তার ছোট ট্যুরে পরিবারের সঙ্গে ক’দিন কাটান! মানসিক শান্তি পাবেন

কালচিনি, হ্যামিল্টনগঞ্জ এলাকায় বন্যা পরিস্থিতির পর বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। গাছ একমাত্র পারে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী বলেন,”এই অরণ্য সপ্তাহে প্রতিটি স্কুলে আমাদের পঞ্চাশটি করে গাছ রোপনের লক্ষমাত্রা রয়েছে। গাছ যারা দত্তক নেবেন তাঁদের সেই গাছ বাঁচিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে।” হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিস-এর নার্সারিতে ১০ হাজার গাছ আনা হয়েছে দত্তক দেওয়ার জন্য।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey