ভুটানগেট

Alipurduar News: যানজট সমস‍্যা মেটাতে ফোর লেন জয়গাঁতে! সড়ক পথে ভুটান ‌যাওয়া হবে আরও মসৃণ

আলিপুরদুয়ার: যানজট থেকে শুরু করে রাস্তা সমস্যার সমাধান হতে চলেছে জয়গাঁতে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ত দফতরের পক্ষ থেকে ৪ লেন তৈরির কাজ শুরু হবে জয়গাঁতে শীঘ্রই। জেলা শাসক আর বিমলা, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার উপস্থিতিতে পূর্ত দফতরের আধিকারিকরা রাস্তার মাপ নিয়ে নেন।

জানা গিয়েছে, জিএসটি মোড় থেকে ভুটান গেট পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তাটি ফোর লেন তৈরি করা হবে। ২০ মিটার চওড়া হবে রাস্তাটি। মূলত জয়গার যানজট সমস্যা থেকে শুরু করে ভাঙাচোরা রাস্তার সমস্যা সমাধান করতে জেলা প্রশাসন এই উদ্যোগ নিচ্ছে। যদিও কত টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হবে, তা এখনও জানায়নি পূর্ত দপ্তর। শুধু জানা গিয়েছে,  ডিপিআর তৈরি করে তা কলকাতায় পাঠানো হবে শীঘ্রই। জিএসটি মোড় থেকে জয়গাঁ ভুটান গেট পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে বি বাড়ি, তোর্সা চা বাগান, ভুলন চৌপথি, মঙ্গলাবাড়ি বাজার, বাস স্ট্যান্ড, এন এস রোড, এমজি রোড, লিংক রোড।প্রশাসনের তরফে আরো জানা গিয়েছে যারা পূর্ত দফতরের জায়গাতে নির্মাণ তৈরি করেছে তাঁদের উচ্ছেদ করা হবে।এই কাজ প্রশাসনের তরফে রাস্তা তৈরির কাজ শুরু করার আগে সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: বাজারে কেমন আছে আলু-পটল-ঝিঙেরা? খোঁজ নিতে সাতসকালে হাজির বিডিও

আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই গাড়ি নিয়ে ছুটছেন? রেল কী শাস্তি দিতে পারে জানেন?

বি বাড়ি, ভুলন চৌপথী, মঙ্গলা বাড়ি বাজারে রাস্তা চওড়াতে ১০ মিটার কম রয়েছে, এই রাস্তা ২০ মিটার প্রস্থ্যের করতে হবে যার জন্য ভাঙা পড়বে কিছু দোকান। নিতে হবে তোর্ষা চা বাগানের জমি।পূর্ত দফতর সূত্রেই জানা গিয়েছে এখনও এই বিষয়ে কথা বলা হয়নি তোর্ষা চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে। জয়গাঁ ফোর লেন পাচ্ছে এই শুনেই খুশি এলাকার বাসিন্দারা অবশেষে রাস্তা সমস্যার সমাধান হবে বলে জানালেন জয়গাঁবাসী।

জয়গাঁর ইমটাট অফিস থেকে শুরু করে ভুটান গেট পর্যন্ত রাস্তা চওড়া রয়েছে ২০ মিটার বলে জানা যায়। জয়গাঁতে ফোর লেন হলে গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পার্কিং এবং রাস্তার ওপর ঠেলা নিয়ে বসার কারণে যে সমস্যা তৈরি হচ্ছিল, তার সমাধান হবে।

অনন্যা দে