তাঁত বুনতে ব্যস্ত তাঁত কর্মী

Handloom Artists: বাংলার হাতে বোনা তাঁতের শাড়ির ব্যাপক চাহিদা অসমে!

কোচবিহার: নিশিগঞ্জের একটি পাড়ার নাম তাঁতি পাড়া। দীর্ঘ সময় ধরে এই এলাকায় প্রচুর তাঁত শিল্পীর বসবাস। মূলত এই কারণেই এই পাড়ার নাম তাঁতি পাড়া রাখা হয়েছে। তবে আধুনিকতার যুগে যেখানে নিত্য নতুন মেশিনে কাপড় বোনা হচ্ছে, সেখানে এই তাঁতি পাড়ার শিল্পীরা আজও হাতে বোনা তাঁত মেশিন দিয়ে অসমের গামছা, মেখলা ও শাড়ি তৈরি করেন।

বছরের অন্যান্য সময় তাঁদের এই জিনিসগুলির খুব একটা চাহিদা দেখতে পাওয়া যায় না। তবে পুজো এলেই এই জিনিসগুলির চাহিদা অনেকটাই বৃদ্ধি পায়। কোচবিহারের এই নিশিগঞ্জের এক তাঁত শিল্পী দুলাল রায় জানান, দুর্গাপুজো এলেই তাঁদের তৈরি জিনিসের চাহিদা বেড়ে যায়। এই গামছা, মেখলা ও শাড়ি কোচবিহারের বাবুরহাটের মাধ্যমে অসমে চলে যায় বিক্রির উদ্দেশ্যে। বহু বিক্রেতারা তাঁদের সঙ্গে যোগাযোগ করে এই জিনিসগুলো কিনে থাকেন।

আর‌ও পড়ুন: আম প্রেমীদের জন্য দুঃসংবাদ! ৭০ প্রজাতির জনপ্রিয় আম বিলুপ্তির পথে

পুজোর সময় দুটো বেশি আয় হয় এই মানুষগুলোর। তারই জন্য এই সময় নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত কাজ করেন তাঁরা। এই প্রসঙ্গে তাঁত মালিক রঞ্জিত বিশ্বাস জানান, তাঁর বাবার সময় থেকে এই তাঁতের কলে কাজ চলছে বাড়িতে। বহু কর্মী দুটো পয়সা রোজগারের আশায় এই কাজ করে থাকেন সকাল থেকে সন্ধে পর্যন্ত। পুজো এলে মুনাফা বেশি হওয়ার কারণে খুশি হন শিল্পীরা। তখন আরও বেশি সময় কাজ করেন তাঁরা।

সার্থক পণ্ডিত