প্রতীকী ছবি৷

Haryana Exit Poll 2024 Results: হরিয়ানায় পালাবদল হয়ে ফিরছে কংগ্রেস? বিজেপির চিন্তা বাড়াল বুথ ফেরত সমীক্ষা

নয়াদিল্লি: হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস৷ প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেওয়া হল৷ কমবেশি সবকটি সমীক্ষাতেই বলা হয়েছে, হরিয়ানায় ৫৫ থেকে ৬২টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস৷

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস সত্যি হলে, হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের শুনানির মাঝেই আদালতে মুখ খুলল সঞ্জয়, কী বলল বিচারককে?

ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, হরিয়ানায় ৫৫ থেকে ৬২টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস৷ সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে ১৮ থেকে ২৪টি আসন৷

সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে, হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৫৭টি আসন, বিজেপি পেতে পারে ২৭টি আসন৷ তবে দুটি সমীক্ষাতেই দাবি করা হয়েছে, হরিয়ানায় খাতা খুলতে পারবে না অরবিন্দ কেজরীওয়ালের আপ৷

আবার দৈনিক ভাস্কর-এর সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানায় কংগ্রেস পেতে পারে ৪৪ থেকে ৫৪টি আসন৷ বিজেপির ঝুলিতে আসতে পারে ১৯ থেকে ২৯টি আসন৷

শনিবার হরিয়ানায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ৷ আগামী ৮ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে৷