নৃশংস! নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ!

Kultali Murder Case: নৃশংস! নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ! ফাঁসির দাবি তৃণমূলের, থানা ঘেরাওয়ের ডাক বিজেপির

কলকাতা: চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার যে অভিযোগ সামনে এসেছে তার প্রতিবাদে আগামীকাল কুলতলি থানা ঘেরাওয়ের ডাক দিল বিজেপি। বাংলার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

প্রসঙ্গত,দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার অভিযোগ সামনে এসেছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,’ অপদার্থ পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আগামীকাল কুলতলি থানা ঘেরাও অভিযান কর্মসূচি পালন করা হবে। আমি নিজে সেই কর্মসূচিতে অংশ নেব।’

আরও পড়ুন-         অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

বিজেপি সূত্রের খবর, বর্তমানে সুকান্ত মজুমদার নিজের সংসদীয় এলাকা বালুরঘাটে রয়েছেন। আগামীকাল রবিবার সকল ১১ টা কুলতলি থানা ঘেরাও করা হবে। আজ বিকেলেই বালুরঘাট থেকে কুলতলির কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সুকান্ত মজুমদার রওনা দিচ্ছেন ।‌

কুলতলি থানার কৃপাখালী হালদার পাড়ার মোড় এলাকায় ঘটেছে এই ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। পুলিশ ক‍্যাম্প ভাঙচুর, রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। ইতিমধ‍্যে মুস্তাকিন সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান চতুর্থ শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি। জয়নগর থানার পুলিশকে খবর দিলে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত নেমে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবককে দফায় দফায় জেরা করার পর খুনের কথা স্বীকার করেছে।

পরিবার চাইছে ময়না তদন্তের পর দেহ সংরক্ষিত রাখা হোক। ইতিমধ্যে পরিবারের তরফে সম্মতিপত্র সই করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে৷ ১২. ৩০ নাগাদ কিডন্যাপিং-এর কেস রজু করা হয়। মেয়ের বাবার সঙ্গে ফাঁড়ির এএসআই সবসময় যোগাযোগ রেখেছিলেন। শিশুর দেহ উদ্ধার হয় রাত ২. ৫০ নাগাদ। দায় ঠেলাঠেলির কোনও ব্যাপার নেই। আমরা পরিবারকে পুরো সাপোর্ট করেছি। আমরাও চাই যে ক্যাপিটাল পানিশমেন্ট হোক।

আরও পড়ুন-   শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

উল্লেখ্য, কুলতলির ঘটনায় কুণাল ঘোষ বলেন, অত্যন্ত নিন্দনীয়, জঘন্য ঘটনা৷ পুলিশ ব্যবস্থা নিয়েছে৷ এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই৷ সামাজিক অপরাধ এগুলো৷ এগুলো হওয়া উচিত নয়৷ ঘটনাচক্রে এগুলো ঘটছে৷ আমরা কড়া ভাবে তার প্রতিবাদ করছি৷ মেয়েদের ওপর এই পাশবিক নির্যাতন যদি এই শয়তান করে থাকে৷ তাহলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত৷ বা পুলিশের গুলি করে মারা উচিত৷ তবে বাংলায় এটা হয় না৷ তাই তিলজলা মডেলে ফাঁসি চাই।