মেহেন্দি পাতা

Health Tips: শুধুই হাতে-পায়ে পড়া নয়, মেহেন্দি পাতার ওষধি গুণ জানলে চমকে যাবেন

উত্তর দিনাজপুর:  যে কোনও শুভ অনুষ্ঠানে হাতে-পায়ে মেহেন্দি পরার চল আছে। কিন্তু  মেহেন্দি পাতার ওষধি গুণ-ও বিশাল। চিকিৎসক কিংশুক প্রামানিক জানান, দীর্ঘক্ষণ জলে কাজ করলে দুই আঙ্গুলের মাঝের অংশে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতে মেহেন্দির প্রলেপ লাগিয়ে রাখলে ঘা ভাল হয়ে যায়। এছাড়া বয়সের ছাপ বা বলিরেখা দূর করতেও মেহেন্দি

অনেকেরই বারো মাস-ই পা ফাটে। সেই সমস্যা মেটাতে মেহেন্দি পাতা বেটে ফাটা জায়গায় পুরু প্রলেপ দিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পা ফাটা কমবে।

যে-কোনও ধরনের ঘুমের সমস্যা যেমন- ইনসোমনিয়া দূর করতে মেহেন্দি  পাতা খুব উপকারী। প্রতিদিন নিয়ম করে মেহেন্দি পাতার রস খেলে ঘুমের সমস্যা সমাধান করা সম্ভব।

পিয়া গুপ্তা