ট্র্যাফিক পুলিশ

Heat Wave: ছাতা, টুপি এবং সানগ্লাস উপহার পেল পুলিশ

বাঁকুড়া: বেলা গড়ানোর আগেই আগুনের গোলা ছুটতে শুরু করে দিচ্ছে বাতাসে। সকাল ৯ টা থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে বাঁকুড়ায়। কিন্তু এরই মধ্যে কর্তব্য পালনে অবিচল ট্রাফিক পুলিশকর্মীরা। দীর্ঘক্ষণ তপ্ত রোদে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক। সেই কারণেই বাঁকুড়া জেলার পুলিশের তরফে বুধবার ভৈরবস্থানে রোদ আটকানোর টুপি, কালো চশমা, ছাতা , ওআর‌এস-এর প্যাকেট তুলে দেওয়া হল বাঁকুড়া সদরের ১৪০ জন ট্রাফিক গার্ডের হাতে।

তপ্ত গরমে পথচারীদের স্বস্তি দিতে ট্রাফিক পুলিশের তরফে করা হচ্ছে জলছত্র। তবে এবার ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। জেলা পুলিশের তরফ থেকে বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি ট্রাফিক গার্ডের হাতে তুলে দিলেন গরমের সরঞ্জামগুলি। এই অনুষ্ঠানে উঠে এল আরও বেশ কিছু তথ্য। যেমন জেলা পুলিশের তরফ থেকেও বারে বারে সচেতনতা প্রচার চলছে বাঁকুড়ায়। বিশেষ করে আগুন নিয়ে চলছে মাইক প্রচার।

আর‌ও পড়ুন: গরমে হিট শসা মাখা! নতুন রেসিপিতে মজেছে আলিপুরদুয়ার

গরম বাড়ার সঙ্গে আগুন লাগার ঘটনা দেখা যায় বাঁকুড়া জেলায়। আর সেই সূত্রেই পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ধূমপান করে জ্বলন্ত দেশলাই ফেলে দেওয়ার কারণেও অনেক সময় আগুন লাগছে। সচেতনতার অভাব রয়েছে। এমন পরিস্থিতি এড়াতে পুলিশ টহলদারি বাড়ানো হয়েছে। এছাড়াও কেউ যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে ১০০ নম্বরে ফোন করে অথবা সবচেয়ে নিকটবর্তী থানায় জানাতে হবে।

নীলাঞ্জন ব্যানার্জী