দক্ষিণবঙ্গ Hilsa Fish: দানার দাপট, গঙ্গায় ইলিশের ঝাঁক, দাম পড়ল মাত্র ২০০ টাকায়! এক পিস ৫০টাকা! কোথায় মিলছে? Gallery October 24, 2024 Bangla Digital Desk মুর্শিদাবাদের বাসুদেবপুর বাজারে ২০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ইলিশ! অবিশ্বাস্য মনে হলেও এমনই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদ জেলার একাধিক বাজারে ৷ মনে করা হচ্ছে, মূলত ঝড়ের ধাক্কায় জালে উঠেছে প্রচুর গঙ্গার ইলিশ মাছ ৷ ফলে দাম অনেকটাই কমেছে ইলিশ-সহ অন্যান্য মাছের ৷ বিশেষ করে, বিভিন্ন সাইজের ইলিশ সস্তায় কিনতে ভিড় করছেন ভোজনরসিকরা। মুর্শিদাবাদের গঙ্গাতীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের জীবিকা নির্বাহ হয় মাধ ধরে। কিন্তু গত কয়েক দশকে গঙ্গায় ক্রমশ কমছিল ইলিশ মাছ। যার ফলে কমছিল তাদের উপার্জনও। কিন্তু দিন কয়েক হল গঙ্গায় ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ। ফারাক্কা থেকে জলঙ্গী পর্যন্ত সর্বত্র জালে পড়ছে ইলিশের ঝাঁক। আর তাতে কপাল ফিরেছে মৎস্যজীবীদের। বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছিল গঙ্গার ইলিশ। আর স্থানীয় ইলিশ বাজারে ঢুকতেই হু হু করে পড়তে শুরু করে ইলিশের দাম। এমনকী ছোট মাপের ইলিশের দাম নেমেছে ২০০ টাকা কেজিতে। যাতে এক একটা ইলিশের দাম পড়ছে মাত্র ৫০ টাকা। ইলিশের দাম কমতেই বুধবার সকালে বাজারে হানা দেন সাধারণ মানুষ। দর দাম করে পছন্দের ইলিশ ব্যাগে ভরেন তাঁরা। রয়েছে ৭০০ – ৮০০ গ্রাম ওজনের গঙ্গার ইলিশও।