Himalayan Porcupine: পরপর হিমালয়ান সজারুর মৃত্যু হাওড়ার গ্রামে

হাওড়া: আবারও দুটি হিমালয়ান সজারুর দেহ উদ্ধার হল হাওড়ার গ্রাম থেকে। এক মাসের ব্যবধানে দুটি হিমালায়ান পোর্কুপাইন-এর দেহ উদ্ধারের ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন পরিবেশপ্রেমীরা। বিষয়টাকে মোটেই হালকা ভাবে নিতে রাজি নন তাঁরা।

হাওড়া জেলার গ্রামীণ এলকায় প্রচুর পরিমানে এই হিমালয়ান পর্কুপাইন বা সজারু বসবাস করে। গ্রামের শেষ প্রান্ত নিরিবিলি স্থানে এদের বসবাস হলেও মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসতে দেখা যায়। এখানকার বাসিন্দারা মাঝেমধ্যেই এই হিমালয়ান সজারু দেখতে পান। কিন্তু হঠাৎই তাদের মৃত্যু হতে শুরু করায় চিন্তা বেড়েছে। এদিন পাঁচলার দেউলপুর গ্রামের একটি জলাজমিতে পড়ে থাকতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী পর্কুপাইনের দেহ। মৃণাল কোলে নামে স্থানীয় এক ব্যক্তি দেহটি দেখে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্য শুভজিৎ মাইতি”কে খবর দেন।

আর‌ও পড়ুন: বিদ্যুৎ বিদায়েও বসন্ত উৎসব হল না বিশ্বভারতীতে, পরিবর্তে বসন্ত বন্দনা

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন শুভজিৎ। পরে তিনি জানান, যে হিমালয়ন সজারুর দেহ উদ্ধার হয়েছে তার কয়েকদিন আগেই সম্ভবত মৃত্যু হয়েছে। মৃতদেহের কিছু অংশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃত প্রাণীটির দেহে কোথাও আঘাতের চিহ্ন ছিল না। হঠাৎ কেন এমন হচ্ছে সেটা ভেবে পাচ্ছেন না তাঁরা। বিষয়টা উদ্বেগের বলে জানিয়েছেন শুভজিৎ।

রাকেশ মাইতি