Hollong bungalow fire

Alipurduar hollong bungalow fire: জলদাপাড়ার হলং বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিল বন দফতর

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার হলং বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিল বনদফতরের। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য বন দফতরের আধিকারিকদের পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে।

মঙ্গলবার রাত ৯টা নাগাদ আগুন লাগে হলং বাংলোতে। সম্পূর্ণ বাংলোটি কাঠের তৈরি হওয়ায় দ্রুত তাতে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায়, পর্যটকদের সাধের বাংলো। ঠিক কী কারণে আগুন লাগল হলং বাংলোতে তা জানতে চায় নবান্ন। তাই হলং বাংলোয় আগুন লাগা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্যই বন দফতরের আধিকারিকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

আরও পড়ুন: পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো, মনখারাপ পর্যটকদের

আপাতত বনদপ্তরের আধিকারিকদের রিপোর্ট চাইছে নবান্ন। তারপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে সরকারের পক্ষ থেকে। হলং বন বাংলো রাজ্য সরকারের অধীনে ছিল। পর্যটকদের থাকতে হলে অনলাইন বুকিং করতে হত। মঙ্গলবার যখন আগুন লাগে তখন কোনও পর্যটক সেখানে উপস্থিত ছিলেন না।

প্রাথমিক ভাবে উপস্থিত বাংলোর কর্মীরা জানিয়েছিলেন শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। জলদাপাড়া পর্যটনের প্রাণকেন্দ্র বলা হয় এই হলং বাংলোকে। ঐতিহ্যমণ্ডিত এই বাংলো বরাবরই ভিআইপি থেকে সাধারণ পর্যটক, সকলের পছন্দের।