হলং বন বাংলো পুড়ে ছাই

Hollong Tourist Lodge Fire Case: স্মৃতি যেন পিছু ছাড়ে না! হলং-এর পোড়া বন বাংলো দেখতে পর্যটকের ঢল, দেখুন

আলিপুরদুয়ার: ডুয়ার্স পর্যটনের অন্যতম নাম হলং বন বাংলো। যদিও এখন সেখানে গেলে দেখা যাবে পুড়ে যাওয়া অবশিষ্টাংশ। জঙ্গল বন্ধ তাও আসছেন পর্যটকেরা আলিপুরদুয়ার জেলার অন্যত্র যেতে। জলদাপাড়া গেটের সামনে দাঁড়িয়ে হলং বাংলোর খোঁজ নিচ্ছেন তারা।

১৯৬৭ সালে মাদারিহাটে জলদাপাড়া জঙ্গলের ভিতর বাংলোটি তৈরি হয়। বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য উপভোগ করার জন্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই বনবাংলো। জঙ্গলের নিস্তব্ধতায় কিছুটা সময় কাটাতে এসেছেন অনেক নামী-দামি মানুষ। প্রায় ৬৮ বছর ধরে এই বাংলোটিতে অজস্র পর্যটক এসে থেকেছেন।

আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

বাংলোটি আগুনে পুড়ে যাওয়ার খবরে পর্যটনমহলেও মন খারাপ। হলং বাংলোর সামনে দিয়ে বয়ে যায় নদী। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে সেখানে দাঁড়ালে দেখা যায় নিজের প্রতিচ্ছবি। এই নদীতে দেখা যেত হলং বাংলোর জলছবি। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন প্রচুর পর্যটক। এই হলং বাংলোর করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউ।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

সম্পূর্ণ কাঠের তৈরি এই বন বাংলোতে থাকার ব্যবস্থা ছিল এবং এখান থেকে জাতীয় উদ্যানের মনোরম দৃশ্য উপভোগ করা যেত।এখন যা শুধুই স্মৃতি। কবে নতুনভাবে গড়ে উঠবে এই বাংলো জানেন না কেউ। যদিও পর্যটন ব্যবসায়ীরা চাইছেন আগে যেমন ছিল এই বন বাংলো সেভাবেই যেন গড়ে ওঠে এই বাংলো।

Annanya Dey