মাটি খুঁড়তে বেরিয়ে আসছে ড্রাম ভর্তি চোলাই মদ

Hooghly News: হুগলিতে মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে এ কী জিনিস! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

হুগলি: কেঁচো খুঁড়তে কেউটের প্রবাদ সকলের জানা। তবে আরামবাগের গোঘাটে মাটি খুঁড়ে যা বেরোলো তা দেখে চক্ষু চড়কগাছ এলাকার পুলিশেরও।কোথাও বাড়ির ভেতর থেকে আবার কোথাও বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে মাটির তলায় লুকানো রয়েছে ড্রাম ভর্তি ভর্তি সেই সব জিনিস। গোঘাটের হরিপুর ও মথুরা এলাকায় মাটি খুঁড়তেই বেরোতে শুরু করলএকের পর এক ড্রাম। আর সেই ড্রামে ভর্তি চোলাই মদ। পুলিশ ও আবগারি দফতর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার লিটার অবৈধ চোলাই মত সহ মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

বৃহস্পতিবার সাত সকালেই গোঘাটের পৃথক দুটি জায়গা হরিহরপুর ও মথুরা এলাকায় আবগারি ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। আর সেখান থেকেই উদ্ধার হয় ১০০০ লিটার চোলাই মদ সহ চোলাই তৈরির সরঞ্জাম।পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে নষ্ট করে দেওয়া হয় উদ্ধার করা চোলাই মদ। ভেঙে দেওয়া হয় চোলাই তৈরির সরঞ্জাম।
যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।জানাগেছে, গোঘাটের হরিপুর ও মথুরা এলাকায় দীর্ঘ দিন ধরে এমন ভাবেই অভিনব কায়দায় চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠে আসছে।

আরও পড়ুন: নিট ইউজি-র সংশোধিত ফলাফল প্রকাশিত, কীভাবে দেখবেন রেজাল্ট? মেধাতালিকা দেখতে ক্লিক করুন

যার জেরে ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। এবার গোপন সূত্রে খবর পেয়ে সেই এলাকায় এদিন সাত সকালে অভিযান চালায় গোঘাট থানার পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা। হানা দেওয়ার পর অবাক করা দৃশ্য ধরা পড়ে পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকদের চোখে। মথুরা এলাকায় মাটি খুঁড়তেই বেড়িয়ে আসে একেরপর এক চোলাই মদের ড্রাম।কেউ বাড়ির ভেতরে আবার কেউ বাড়ির উঠানে মাটিতে এভাবেই লুকিয়ে রেখে গোপনে ব্যবসা করছিল বলে অভিযোগ।

পুলিশ সেই সমস্ত মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে সমস্ত কিছু নষ্ট করে দেয়। সব মিলিয়ে প্রায় হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার হয়।যদিও ঘটনায় কারোকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ঘটনার পর কেউ পালিয়ে যায়, আবার অনেকেই অস্বীকার করেছে চোলাই ব্যবসার অভিযোগ। তবে ঘটনার পর মুখ খুলেছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই ভাবেই রমরমিয়ে চলছে চোলাই মদ তৈরি ও বিক্রির কারবার। যার জেরে একে বারে তিতিবিরক্ত এলাকার সাধারণ মানুষ।

—-রাহী হালদার