বিপর্যয় মোকাবিলা দল জলে নেমে খুঁজছেন ডুবে যাওয়া ব্যক্তিদের

Hooghly News: হুগলির ২টি পৃথক ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন  

হুগলি: গরম থেকে বাঁচতে গঙ্গায় স্নান করতে নেবে জলে তলিয়ে সলিল সমাধি তিন জনের। ঘটনাটি হুগলির দুই পৃথক জায়গার। একটি উত্তরপাড়া ও অন্যটি ত্রিবেণী। মৃত ৩ জন কেউই হুগলি জেলার বাসিন্দা নয়। ২ জন উত্তরপ্রদেশ ও একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামে চার জন। অভিমৃুন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার। তার ভীন রাজ্যের বাসিন্দা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লীতে বাড়ি তাদের। বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এসেছিল বলে জানা গেছে। দুপুর একটা নাগাদ ঘাটে স্নান করতে আসা বিঞ্জু সাউ বলেন, জোয়ার ছিল সে সময়। চার যুবক স্নান করতে নামে। একজনকে তলিয়ে যেতে দেখে বাকিরা বাঁচানোর চেষ্টা করে। চারজনই তলিয়ে যেতে থাকে।দুজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন তলিয়ে যায়।তাদের নাম অভিমুন্যু শর্মা(২৫) ও সুমন শেখর(২৯)।

আরও পড়ুন – Severe Heatwave Alert: কলকাতা আজ ৪০ পার করবে, অনুভূতি হবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো, প্রবল তাপপ্রবাহের জ্বালায় বাংলা সহ একাধিক রাজ্য

অন্যদিকে ত্রিবেনী রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে একজন তলিয়ে যায়। তার নাম দেবোত্তম সাহা(২২)। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে তার বাড়ি।মগরা জয়পুরে মাসির বাড়িতে থাকতো। মগরা বাগাটি কলেজে প্রাক্তন ছাত্র সে। খবর পেয়ে বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন।পুলিশকে খবর দেন।

দেবোত্তমের এক বন্ধু অনির্বান বর্ধন খবর পেয়ে আসেন গঙ্গার ঘাটে। তিনি বলেন,সাইকেল করে ঘুরত দেবোত্তম। টোটো করে তিনজনে ঘাটে আসে।ছবি তুলছিল।তারপর গঙ্গায় নামে।তখন ভাঁটা ছিল।কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পরে আর উঠতে পারেনি। পুলিশ সূত্রে খবর তিন জনের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে।

Rahi Halder