বাম প্রার্থী থেকে খাইয়ে চোখের জলে ভাসালে গৃহিণী

Lok Sabha Election 2024: বাড়িতে খেতে এসেছেন বাম প্রার্থী ! চোখের জলে ভাসালেন গৃহিণী

হুগলি: বাম প্রার্থীকে দুপুরে খাইয়ে হাউহাউ করে কাঁদলেন গৃহকর্ত্রী। কী এমন হয়েছিল যে বাড়ির গৃহিণী একেবারে কান্নায় ভেঙে পড়লেন। ঘটনাটি হুগলির বলাগড়ের। সেখানে বাম প্রার্থী মোনদীপ ঘোষকে দুপুরের ভোজন করিয়ে চোখের জলে ভাসলেন বাড়ির গৃহিণী! তবে সেই কান্না দুঃখের নয় বরং আনন্দের। রবিবাসরীয় প্রচারে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ বলাগড়ের চাঁদরা থেকে খালপার মিলনগড় হয়ে দক্ষিন মিলনগড় জিরাট হাটতলায় শেষ হয় প্রথম পর্যায়ে প্রচার। দক্ষিণ মিলনগড়ের বাম কর্মী সুনীল হালদারের বাড়িতে খাওয়া দাওয়া করেন মনোদীপ।

সুনীল প্রান্তিক চাষী। মুলি বাঁশের বেরার ঘরে বসবাস করেন। পাটকাঠির ঘেরা রান্না ঘরে কাঠের উনুনে রান্না করেন সুনীলের স্ত্রী সরস্বতী হালদার। পরিপাটি করে খেতে দেন বাম প্রার্থীকে। টকের ডাল, আলু ভাজা, ডিমের ডালনা দিয়ে অতিথি আপ্যায়ন করেন। লোকসভা কেন্দ্রের প্রার্থী তার বাড়িতে খেলেন এই আনন্দে হাউহাউ করে কেঁদে ফেলেন সরস্বতী।

আরও পড়ুন –  সব রেকর্ড ভেঙে দেবে তাপমাত্রা? রাজ্যে তাপপ্রবাহে কী হবে এই সপ্তাহে? ভাবতেও পারছেন না

**আরও পড়ুন –**২ ৫ হাজার চাকরি বাতিল! ফেরত দিতে হবে বেতনও, হাইকোর্টের এসএসসি রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

বলেন, আমি খুশি উনি আমার বাড়িতে খেলেন। এই দিনটা ভুলব না। দরিদ্র পরিবারের আপ্যায়নে খুশি হন মনোদীপও। বাম প্রার্থী বলেন,এই প্রচন্ড গরমেও প্রচারে ভাল সাড়া মিলছে। যে বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন সেই পরিবার একেবারেই প্রান্তিক। সব দিক থেকে বঞ্চিত। রান্নার গ্যাস নেই, আবাসের ঘর পায়নি, একশ দিনের কাজ বন্ধ তাই আর্থিক কষ্টে চলছে।সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ হয় অথচ প্রকৃত উপভোক্তারা কিছু পায় না, বলেন বাম প্রার্থী।

রাহী হালদার