বিলাসপুর থেকে গৃহবধু

South 24 Parganas News: ক্যানিং থানার তৎপরতায় জালে পাচার চক্র! ছত্তিসগড় থেকে  কোলের শিশু সহ উদ্ধার গৃহবধূ

দক্ষিণ ২৪ পরগনা: এক বছর আগে এক গৃহবধূকে কাজের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে মুম্বাইয়ে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা করছিল এক যুগল। তবে ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার পুলিশের তৎপরতায় নিজের কোলের শিশু সহ উদ্ধার হয় ঐ গৃহবধূ। ছত্তিসগড়ের বিলাশপুর স্টেশান থেকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।

উদ্ধারের পর তাঁদেরকে নিয়ে আসা হয়েছে ক্যানিংয়ে। অভিযুক্ত যুগলকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তি হওয়ার কারণে ক্যানিংয়ের উত্তর কড়াকাটি গ্রামে ঐ গৃহবধূ বাপের বাড়িতেই থাকছিলেন। সেখানেই প্রতিবেশী নুরবানু গায়েন নামে এক মহিলা তাঁকে মুম্বাইয়ে ভালমাইনের কাজের লোভ দেখায়।

আরও পড়ুনঃ North 24 Parganas News: ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত ইনচার্জ সহ ৯

ঐ গৃহবধূও সেই কাজের লোভে নুরবানুর সঙ্গে মুম্বাইয়ে যেতে রাজি হয়ে যান। গত সোমবার রাতেই ঐ গৃহবধূকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশেরওনা দেয় অভিযুক্তরা। নুরবানুর সঙ্গে তার এক পুরুষ সঙ্গী মিলে এই পাচারের কাজ করছিল বলে অভিযোগ। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সুমন সাহা