Tag Archives: Canning

South 24 Parganas News: ক্যানিং থানার তৎপরতায় জালে পাচার চক্র! ছত্তিসগড় থেকে  কোলের শিশু সহ উদ্ধার গৃহবধূ

দক্ষিণ ২৪ পরগনা: এক বছর আগে এক গৃহবধূকে কাজের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে মুম্বাইয়ে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা করছিল এক যুগল। তবে ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার পুলিশের তৎপরতায় নিজের কোলের শিশু সহ উদ্ধার হয় ঐ গৃহবধূ। ছত্তিসগড়ের বিলাশপুর স্টেশান থেকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।

উদ্ধারের পর তাঁদেরকে নিয়ে আসা হয়েছে ক্যানিংয়ে। অভিযুক্ত যুগলকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তি হওয়ার কারণে ক্যানিংয়ের উত্তর কড়াকাটি গ্রামে ঐ গৃহবধূ বাপের বাড়িতেই থাকছিলেন। সেখানেই প্রতিবেশী নুরবানু গায়েন নামে এক মহিলা তাঁকে মুম্বাইয়ে ভালমাইনের কাজের লোভ দেখায়।

আরও পড়ুনঃ North 24 Parganas News: ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত ইনচার্জ সহ ৯

ঐ গৃহবধূও সেই কাজের লোভে নুরবানুর সঙ্গে মুম্বাইয়ে যেতে রাজি হয়ে যান। গত সোমবার রাতেই ঐ গৃহবধূকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশেরওনা দেয় অভিযুক্তরা। নুরবানুর সঙ্গে তার এক পুরুষ সঙ্গী মিলে এই পাচারের কাজ করছিল বলে অভিযোগ। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সুমন সাহা

Lightning Death: মর্মান্তিক! স্বস্তির বৃষ্টিতেই চলে গেল তরতাজা প্রাণ, বজ্রপাতে মৃত্যু হল ২ জনের, পরিবারে শোকের ছায়া

দক্ষিণ ২৪ পরগনা : অবশেষে স্বস্তির বৃষ্টি আর বৃষ্টির সঙ্গেই বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। একদিকে ক্যানিংয়ে মাঠে ফুটবল খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক নাবালকের। অন্যদিকে বাসন্তীর চুনাখালীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।

এদিন দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় বিকাল তিনটার পর থেকে মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে অনবরত বাজ পড়তে থাকে। আর সেই সময় মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন যুবক হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয় এক নাবালকের। মৃতের নাম সফিক মোল্লা ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের শিব নগর গ্রামে।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন মাঠে ফুটবল খেলার সময় বাজ পড়লে সফিক গুরুতর আহত হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সফিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

অন্যদিকে চুনাখালীতে বাজ পরে মৃত্যু হল আরও এক যুবকের, মৃতের নাম রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ গোসাবা বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের হাট খোলা মাঝের পাড়ায় বৃহস্পতিবার বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁর মধ্যে মাঝে মাঝে বাজ পড়ছিল। সেই সময় রহমান বাড়ির কাছে নদীতে মাছ ধরছিল।নদী থেকে উঠে বাড়ি ফেরার সময় নদীর পাড়ে বজ্রঘাতে তার মৃত্যু হয়। দুটি ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সুমন সাহা

South 24 Parganas News: ভুলে গিয়েছে দল! ভোটে জয়ের পরেই শিষ্য হাজির রেজ্জাক মোল্লার অর্শিবাদ নিতে

দক্ষিণ ২৪ পরগনা: বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একসময় রেজ্জাক মোলরার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শওকত মোল্লার। রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগ দেন রেজ্জাকও। ভোটের ফলাফলের পর সৌজন্য সাক্ষাত করলেন ক্যানিং পূর্বের বিধায়ক।

জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল তিনি প্রায় ৪ লক্ষ ৭০ হাজার ভোটে ব্যবধানে জয়লাভ করেছেন। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে ক্যানিং বিধানসভা। ভাঙড়েও প্রায় ৪২ হাজার ভোটে লিড পেয়েছে তৃণমূল। যার দায়িত্বে ছিলেন শওকত মোল্লা। লোকসভা নির্বাচনে ভাল ফলের পরও অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে যান শওকত।

একসময় দক্ষিণ ২৪ পরগনায় জেলায় দাপট চলত রেজ্জাক মোল্লার। বিশেষ করে ক্যানিংয়ের শেষ কথা ছিলেন তিনি। বর্তমানে বার্ধক্যজনিত সমস্যায় এখন শ‌য্যাশায়ী রাজ্যের প্রাক্তন মন্ত্রী। রাজনৈতিক গুরুর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খবর নেন শওকত মোল্লা। একইসঙ্গে নির্বাচনে ভাল ফল হওয়ার জন্য আশীর্বাদও নেন তৃণমূল বিধায়ক। রেজ্জাকের পাশে বসে বেশ কিছুটা সময় কথা বলেন শওকত মোল্লা।

আরও পড়ুনঃ India vs Pakistan: নিউ ইয়র্ক থেকে সরে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ? কী জানাল আইসিসি

প্রসঙ্গত, ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী তিনি ক্যানিংয়ে ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ রেজ্জাক মোল্লার সঙ্গেতিনি দেখা করে আশীর্বাদ নিয়েছিলেন। এবার নিজের রাজনৈতিক ছাত্রের সাক্ষাত পেলেন রেজ্জাক মোল্লা।

সুমন সাহা