মেথি পনির 

Methi Paneer Recipe: পোলাও থেকে লুচি-পরোটা! সুস্বাদু মেথি পনির পাতে পড়লেই চেটেপুটে সাফ, রইল রেসিপি

দক্ষিণ দিনাজপুর : পনির খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা বড্ড কম। আর এই পনির দিয়েই তৈরি করা যায় নানান স্বাদের রকমারি রান্না। তবে শুধু স্বাদেই নয়, পনির স্বাস্থ্যের নানা উপকারও করে। তাই খাওয়াও খুব জরুরি। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি স্বাদে ভরপুর মেথি পনির। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে হালকা নেড়ে নিয়ে এবার তাতে ছোট টুকরো করে কাটা পনির দিয়ে এবার তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পনির গুলো যেন ভেঙে না যায়। এভাবেই হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে পনির।

এরপর ওই তেলেই পরিমাণ মত পেঁয়াজ রসুন ও টমেটো কুঁচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে তাতে দু থেকে তিনটি চেড়া কাঁচালঙ্কা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ পর ভেজে নেওয়া পেঁয়াজ টমেটো ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে ভালভাবে ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন-   শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

এবারে ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা  দিয়ে হালকা নেড়ে নিয়ে এবার তাতে ব্লেন্ড করে নেওয়া পেয়াজ, রসুন ও টমেটোর পেস্ট দিয়ে দিতে হবে। এরপর হালকা নেড়ে নিয়ে এবার তাতে পরিমাণ মত হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য সামান্য চিনি ও মিট মশলা ও সামান্য আদা বাটা দিয়ে বেশ ভালভাবে নেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে।

আরও পড়ুন-     চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

এরপর মশলা ধোয়া জল দিয়ে নেড়ে নিয়ে এবার তাতে ভেজে রাখা পনির দিয়ে আবারও বেশ ভালভাবে কষিয়ে নিতে হবে। এতে পনিরের মধ্যে রস ঢুকে গিয়ে পনির নরম হয়ে যায়। কিছুক্ষণ রাখার পর ঝোল ফুটে এলে এবার তাতে গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি ও কিছুটা পরিমাণ মেথি পাতা হাতের সাহায্যে ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে নিলেই তৈরি মেথি পনির। অতিথি আপ্যায়ন হোক বা বাড়ির দুপুরের আহার পরোটা, লুচির সঙ্গে এই মেথি পনির বেশ মানিয়ে যাবে। মন কাড়বে সকলের।

সুস্মিতা গোস্বামী