পাহাড়ে ট্রেক করতে গিয়ে মৃত্যু হাওড়ার অভিযাত্রীর

Howrah News: ট্রেকিংয়ে গন্তব্য ছুঁয়ে ফেরার পথেই মৃত্যু! বাড়ি ফেরা হল না বালির পর্বতারোহীর

হাওড়া: ট্রেকিংয়ের গন্তব্য ছুঁয়ে ফেরার পথেই মৃত্যু, বেস ক্যাম্পেই শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু দেবব্রত বরের! জানা যায় ১০-১১ জন সদস্যের একটি দল উত্তরাখণ্ডে ট্রেকিং উদ্দেশ্যে বেরিয়েছিল। সেই দলের একজন সদস্য হাওড়া বালি সমবায় পল্লীর বাসিন্দা ৪৬ বছর বয়সী দেবব্রত বর।

জানা যায়, গত ১৭ মে ট্রেকিং-এ যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এর ঠিক একদিন পর ১৯ মে পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও হয় দেবব্রত বাবুর। তবে এরপর ফোন বন্ধ থাকার কারণে আর যোগাযোগ বা কথা হয়নি পরিবারের।

আরও পড়ুন: এক মুহূর্তেই সব শেষ! দুমড়ে মুচড়ে খাদে বাস! অন্তত ২১ জনের জীবন শেষ, ভয়াবহ ঘটনা

সূত্রে জানা যায়, টেকিংয়ের গন্তব্যস্থান ছুঁয়ে ফেরার পথেই বেস ক্যাম্পে থাকা অবস্থায় শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় তাঁর। পাহাড়ের উপর অসুস্থতা দেখে অন্য অভিযাত্রীরা তাকে নিচে নামিয়ে এনে চিকিৎসা করার চেষ্টার আগেই মৃত্যু হয় দেবব্রতর।

দেবব্রতর মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই শোকের ছায়া পরিবারে। তাঁর এই অকাল মৃত্যুতে অসহয় হয়ে পড়ল পরিবার। পরিবারে একমাত্র রোজগারের অবলম্বন ছিলেন তিনি। পরিবারে রয়েছে দুই সন্তান স্ত্রী এবং বৃদ্ধ মা।

—- রাকেশ মাইতি