চাষের জমির পাশেই উদ্ধার কঙ্কাল

Howrah News: ধান জমির পাশ থেকে ওটা কী মিলল! এতদিন ছিল মাটির তলায়! শিউরে উঠল জগৎবল্লভপুর

হাওড়া: ধান জমি পাশ থেকে মানব দেহের কঙ্কাল উদ্ধার! মানবদেহের কঙ্কাল পড়ে জলা জমিতে খবর শুনে চাঞ্চল্য এলাকায়। খোলা আকাশের নিচে কর্দমাক্ত স্থানে পড়ে মানব দেহের কঙ্কাল। ঘটনাটি প্রথম নজরে আসে স্থানীয় এক কৃষকের। হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত ফিঙেগাছি বাঁধ সংলগ্ন জলা জমিতে।

বৃহস্পতিবার সকালে মাজু এলাকার একটি গ্যাস গোডাউনের পেছনে। রাজ্য সড়কের দুই ধারে চাষের জমি। এখানে কিছু জমিতে চাষ এবং বাকি জমি অনাবাদি। চাষের জমির পাশেই একটি অনাবাদি জমি থেকে উদ্ধার কঙ্কালটি।স্থানীয় এক কৃষক মাঠে কাজে গিয়েছিলেন তারই প্রথম নজরে আসে। মাঠের মধ্যে মাথার খুলি সহ কঙ্কাল পড়ে থাকতে দেখে। দেখামাত্র তড়িঘড়ি স্থানীয় মানুষদের খবর দেয়।

আরও পড়ুন: এই একটামাত্র প্রাণীকেই আজ পর্যন্ত পোষ মানাতে পারেনি মানুষ, বলুন তো কোন প্রাণী? নাম শুনলে চমকে যাবেন

খবর পেয়ে মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। কিছুক্ষণ পরই ঘটনার স্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পরবর্তী সময় জানাযায়, পার্শ্ববর্তী এলাকারই এক ৬৫ বছর বয়সী ব্যক্তি দিন কয়েক ধরে নিখোঁজ। নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তাদের পরিবার সদস্য ব্রজনন্দ গোস্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন আগে রাত থেকে নিখোঁজ। পরদিনই পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।

এদিকে কঙ্কাল উদ্ধারের খবর শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। উদ্ধার হওয়া কঙ্কাল দেখে নিখোঁজ ব্যক্তির পরিবারের দাবি, ব্রজনাথ বাবুর কঙ্কাল এটি। ওই কঙ্কালটি তাদের নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির বলেই মনে করছেন। ওই কঙ্কালটির পাশে একটি ধুতি ও গামছা পাওয়া গিয়েছে। সেই ধুতি ও গামছা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির সঙ্গে ছিল নিখোঁজ হওয়ার সময়। কিভাবে এই ঘটনা সম্পূর্ণ ঘটনার তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিশ। পাশাপাশি কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

—- রাকেশ মাইতি