Tag Archives: Explosion

Howrah News: লিলুয়ায় কারখানায় গ্যাস সিলেন্ডার ব্লাস্ট! আহত একাধিক শ্রমিক

হাওড়া: গোডাউনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আহত ৩ জন। ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, দূর্ঘটনায় একজনের পা এবং অন্য একজনের হাতে ছিন্নভিন্ন। স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনা ঘটতেই আহত শ্রমিকদের ফেলে ওই কারখানা ছেড়ে গা ঢাকা দেয় মালিক পক্ষ। হঠাৎ দুপুর ২.৩০-৩ নাগাদ এলাকায় বিকট শব্দ হয়। শব্দের উৎস হাওড়া ঘুসুড়ির ভিক্টোরিয়া মার্কেট এর মধ্যে একটি কারখানা।

আরও পড়ুনঃ পড়ে রইল কেক, খিচুড়ি-মাছ ভাজা! মেয়ের জন্মদিনেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় চিরঘুমে বাবা

পার্শ্ববর্তী কারখানা ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে পৌঁছলে দেখেন, লোহা কাটতে গিয়ে এই বিস্ফোরণ। গ্যাস সিলেন্ডার ব্লাস্ট করে লন্ডভন্ড কারখানা। কারখানার মধ্যেই পড়ে রয়েছে আহত শ্রমিক। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে। সূত্রে জানা যায়, প্রথমে সেখান থেকে জয়সবাল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

জানা যায়, ঘটনায় আহত অমিত শর্মা (৪৯) বাঁ হাতে গুরুতর চোট। তারক সাঁতার (৫০) একটি পা-এ গুরুতর চোট। এ প্রসঙ্গে স্থানীয়দের অভিযোগ গোডাউনের অন্যান্য লেবার এবং মালিক উপস্থিত থাকলেও ঘটনা ঘটতেই তারা কারখানা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে এইচ এম কে কর্পোরেশন ১৪/৫ এএইচকে চ্যাটার্জি লেন।

গত কয়েক বছর এমন ঘটনা একাধিকবার, স্থানীয় এলাকায় বেশ কিছু কারখানা রয়েছে। ফলে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে দুশ্চিন্তা।

 

রাকেশ মাইতি

Explosion in School: উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই হঠাত্‍ বিকট শব্দ! বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল, ঘটনায় তীব্র আতঙ্ক

দক্ষিণ ২৪ পরগনা: বিস্ফোরণের আতঙ্কে কেঁপে উঠল ভাঙ্গড় হাইস্কুল।উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল। ভাঙ্গড় হাই স্কুলে এবারে কাঁঠালিয়া হাই স্কুল ও কারবালা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে।

এদিন স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড আওয়াজ আসে বলে খবর। ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করেছে পুলিশ। স্কুলের মধ্যে এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনায় স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা সকলেই আতঙ্কিত। উচ্চমাধ্যমিকের পর স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা।

আরও পড়ুন: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার ১০ মিনিট পর স্কুলের ভিতর থেকে একটি ভীষণ জোরে শব্দ হয়। আর এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকরা আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙ্গড় থানার পুলিশ। কি ধরনের আওয়াজ আদৌ কি ভিতরে কোন রকম বোম মজুদ করা ছিল তার তদন্তেশুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

সুমন সাহা