উলুবেরিয়া পুরসভা

Howrah News: উধাও হওয়া প্রচুর টাকা ফিরল সুদ সমেত! বাংলার এই পুরসভায় ভুতুড়ে কাণ্ড! শুনলে হাঁ হয়ে থাকবেন

হাওড়া: কয়েক মাস আগে উধাও হওয়া টাকা সুদ সহ ফিরল অ্যাকাউন্টে! গত কয়েক মাস আগে হঠাৎ টাকা উধাও হয়। ঘটনায় রীতিমত হৈ হৈ কান্ড পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! হাতের নখে দিয়ে পড়ুয়া যা করল! একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না!

পুরসভা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে তাদের জানানো হয় সেই ব্যাঙ্কে থাকা উলুবেড়িয়া পৌরসভার একাউন্ট থেকে নকল চেক মারফত ১৪ লাখ ৬৯ হাজার ৯৭৭ টাকা তুলে নেন প্রতারকরা। এরপরই উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি লালবাজারের সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। ই-মেল করে বিষয়টি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কে জানানো হয়। অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাঙ্ক।

মঙ্গলবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে পৌরসভার যে একাউন্ট থেকে টাকা উধাও হয়েছিল সেই একাউন্টেই সুদসমেত উধাও হওয়া সমস্ত টাকা ফেরানো হয়। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান উলুবেড়িয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রজত মজুমদার। টাকা ফিরে পেলেও এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস।

রাকেশ মাইতি