Tag Archives: Uluberia

Lok Sabha Election 2024: ২০মে পঞ্চম দফা নির্বাচনে এক নজরে উলুবেড়িয়া কেন্দ্র, পুরুষ-নারী-তৃতীয় লিঙ্গ মিলিয়ে মোট কত ভোটার, জানুন বিশদে

উলুবেড়িয়া: এক নজরে ২০২৪ লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র! পশ্চিমবঙ্গে ৪২টি সংসদীয় আসনের মধ্যে এটি একটি। হাওড়া জেলার অন্তর্গত এই লোকসভা কেন্দ্র। হাওড়া জেলা গ্রামীণের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। কলকারখানার শ্রমিক বিভিন্ন কুটির শিল্প এবং বহু মানুষ জরির কাজের সঙ্গে যুক্ত। এই কেন্দ্রের মানুষের প্রধান জীবিকা জরি শিল্প হলেও বর্তমানে এই শিল্পে যুক্ত থাকা মানুষের অচলাবস্থা। ক্রমেই জমির কাজের বাজার মন্দার ফলে, বাধ্য হয়ে অনেকেই বিভিন্ন কলকারখানা শ্রমিক রাজমিস্ত্রি উপার্জনের অন্যান্য পথ বেছে নিয়েছে। আজও জরির কাজের সুদিন ফেরার আশায় বহু মানুষ। এই ভোটের আগেও ভীষণ আশাবাদী একাংশ।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাজদা আহমেদ ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করে বিশাল ব্যবধানের জয়লাভ করেন। ২ লক্ষ ১ হাজার ২২২ ভোটের ব্যবধানে জয়ী হন। তৃণমূল কংগ্রেসের হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদ।

আরও পড়ুন: সোমবার থেকেই আবহাওয়ার ভোলবদল! নিম্নচাপের আগেই ঝড়বৃষ্টির দাপট বঙ্গে, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস!

একদিকে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। সব মিলিয়ে এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে লড়াই করছেন। নির্বাচনের প্রচারে সমস্ত রাজনৈতিক দলেই দেখা গিয়েছে জোরদার প্রচার কর্মসূচি। তবে শেষ হাসি কে হাসছে, তা সময় বলবে।

২০২৪ লোকসভা নির্বাচন ২৬ নং উলুবেড়িয়া লোকসভা বিধানসভা কেন্দ্র – শ্যামপুর, বাগনান, উদয়নারায়নপুর, আমতা, উলুবেড়িয়া উত্তর, উলুবেরড়িয়া দক্ষিণ এবং উলুবেড়িয়া পূর্ব (৭টি বিধানসভা কেন্দ্র)। নির্বাচনী প্রার্থী- ১২ জন, পুরুষ ভোটার- ৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ জন। মহিলা ভোটার- ৮ লক্ষ ৫৬ হাজার ১২ জন। তৃতীয় লিঙ্গ ভোটার- ৫৭ জন। মোট ভোটার- ১৭ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র- ১৮৬৩ টি।ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র- ৬৯৪টি। কেন্দ্রীয় বাহিনী- ১১০ কোম্পানি।রাজ্য পুলিশ- ৪২২৭ জন।

রাকেশ মাইতি

Howrah News: উধাও হওয়া প্রচুর টাকা ফিরল সুদ সমেত! বাংলার এই পুরসভায় ভুতুড়ে কাণ্ড! শুনলে হাঁ হয়ে থাকবেন

হাওড়া: কয়েক মাস আগে উধাও হওয়া টাকা সুদ সহ ফিরল অ্যাকাউন্টে! গত কয়েক মাস আগে হঠাৎ টাকা উধাও হয়। ঘটনায় রীতিমত হৈ হৈ কান্ড পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! হাতের নখে দিয়ে পড়ুয়া যা করল! একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না!

পুরসভা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে তাদের জানানো হয় সেই ব্যাঙ্কে থাকা উলুবেড়িয়া পৌরসভার একাউন্ট থেকে নকল চেক মারফত ১৪ লাখ ৬৯ হাজার ৯৭৭ টাকা তুলে নেন প্রতারকরা। এরপরই উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি লালবাজারের সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। ই-মেল করে বিষয়টি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কে জানানো হয়। অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাঙ্ক।

মঙ্গলবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে পৌরসভার যে একাউন্ট থেকে টাকা উধাও হয়েছিল সেই একাউন্টেই সুদসমেত উধাও হওয়া সমস্ত টাকা ফেরানো হয়। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান উলুবেড়িয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রজত মজুমদার। টাকা ফিরে পেলেও এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস।

রাকেশ মাইতি

স্টেশনে ঢোকার মুখে বড় বিপত্তি বোম্বে মেলের! তারপর… দেখুন কী পরিস্থিতি

কাপলিং খুলল বম্বে মেলের। Howrah র Birshibpur স্টেশনে ঢোকার মুখে বিপত্তি। কাপলিং খুলে যায় বম্বে মেলের। উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরেই কাপলিং খোলে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷