Tag Archives: Municipality

Malda News: বইছে চরম ‘লু’! তীব্র তাপপ্রবাহে পুড়ছে মালদহ, পুরকর্মীদের জন্য বড় ঘোষণা পুরসভার

মালদহ: বৈশাখের দাবদাহে পুড়ছে মালদহ। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় গত কয়েকদিন ধরেই উঠে এসেছে মালদহের নাম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক নাগাড়ে ৪০ ডিগ্রির ওপরে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ার সতর্কতা রয়েছে। প্রচন্ড গরমের কারণে একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কিন্তু এরপরেও এমন বহু মানুষ রয়েছেন যাঁদের কাজের প্রয়োজনে বের না হলেই নয়। অনেকে আবার কাজ করেন প্রখর রোদের মধ্যেই। মালদহের ইংরেজবাজারে পুর কর্মীদের পাশে দাঁড়াল মানবিক পুরসভা। একদিকে প্রচন্ড গরমের মধ্যেও পুরপরিষেবা বজায় রাখার দায়বদ্ধতা। অন্যদিকে পুরকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা। এই দুইয়ে মিলিয়ে রাস্তায় বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত পুর কর্মীদের জন্য বড় ঘোষণা মালদহের ইংরেজবাজার পুরসভার।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এখন থেকে প্রতিদিন পুরকর্মীরা পাবেন পুরসভার তরফে গ্লুকোজ। প্রত্যেকের মাথায় টুপির ব্যবস্থাও করেছে পুরসভা। এর পাশাপাশি একনাগাড়ে কাজ থেকে রেহাই দিতে দৈনিক এক ঘন্টা করে ‘বিশ্রাম’ নিতে পারবেন পুরসভার কর্মীরা। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।মালদহের ইংরেজবাজার পুরসভায় হাজারেরও বেশি কর্মী রয়েছেন যাঁরা প্রতিদিন আউটডোরে বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত থাকেন। এঁদের মধ্যে রয়েছেন সাফাই কর্মী, বিদ্যুৎ বিভাগের কর্মী, যান নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কর্মী এবং জল সরবরাহ বিভাগের কর্মীরা। সূর্য যখন মধ্যগগনে অর্থাৎ গরম সবচেয়ে বেশি। সেইসব সময়েও রাস্তায় কাজ করতে হয় এইসব পুরকর্মীদের।

আবার এঁরা পথে না নামলে পুর পরিষেবাও ব্যাহত হতে বাধ্য। নানান জরুরী কাজকর্মের সঙ্গে যুক্ত এমন হাজারেরও বেশি কর্মীদের জন্য এবার টুপির ব্যবস্থা করেছে পুরসভা। প্রতিটি কর্মী যখন রাস্তায় বেরিয়ে কাজ করবেন, মাথায় বাধ্যতামূলক ভাবে থাকবে টুপি। প্রতিটি টুপিতে থাকছে পুরসভার নির্দিষ্ট লোগো। এছাড়া কর্মী পিছু প্রতিদিন বরাদ্দ হচ্ছে গ্লুকোজ। কাজের ফাঁকে প্রয়োজন মতো এক ঘন্টা বিশ্রামে থাকতে পারবেন পুরকর্মীরা। নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে পরিষেবা চালানোর নির্দেশ দিয়েছে পুরসভা। এমন নির্দেশে খুশি পুরকর্মীরাও।

Lok Sabha Election 2024: সত্যিকারের শহর হতে চায় কোলাঘাট

পূর্ব মেদিনীপুর: ভোট এলেই কোলাঘাট কবে পুরসভা হবে সেই প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে। লোকসভা নির্বাচনের সময় এবারেও যথারীতি সেই প্রশ্নটা উঠছে। কোলাঘাটবাসীর প্রশ্ন আর কবে আধা শহর থেকে শহর হবে তাঁদের বাসভূমি।

দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের পর্ব। পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভার আসন। একটি তমলুক, অন্যটি কাঁথি। জেলার দুটি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে পঞ্চম দফায়, ২৫ মে। তার আগে কোলাঘাটকে শহরের মর্যাদা দেওয়া নিয়ে ওঠা প্রশ্ন ভাবাচ্ছে রাজনৈতিক দলগুলিকে।

পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাট। রূপনারায়ণ নদের তীরে অবস্থিত কোলাঘাট আধা শহর। দীর্ঘ বাম জমানার কাল থেকেই কোলাঘাট ও মেচেদা নিয়ে একটি পুরসভা গড়ে ওঠার কথা বারবার উঠলেও কোনও না কোনও কারণে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়ে ওঠেনি। প্রতিবার ভোট এলেই কোলাঘাটকে পুরসভার মর্যাদা দেওয়ার কথা বলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই প্রতিশ্রুতি সেই বাম জমানার কাল থেকেই চলে আসছে। কিন্তু রাজ্যের শাসন ক্ষমতা তৃণমূলের হাতে বেশি সময় ধরে থাকলেও কোলাঘাটের ভবিষ্যৎ বদলায়নি না।

আর‌ও পড়ুন: এক মাসের জন্য এই কলেজেই ঘরবন্দি থাকবে বালুরঘাটবাসীর মতামত

কোলাঘাটের সাধারণ মানুষের বক্তব্য এটি আদতে শহর হলেও প্রশাসনিক স্বীকৃতি অধরা। এখনও গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই থেকে গিয়েছে কোলাঘাট। ফলে কোলাঘাটের নিকাশি-নালা থেকে রাস্তাঘাট কিছুই শহরের মত অতটা উন্নত নয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলে ডুবে যায়। কলকাতা থেকে কোলাঘাটের দূরত্ব কম হ‌ওয়ায় দিন দিন এখানে মানুষের বসবাস বাড়ছে। গড়ে উঠছে কমপ্লেক্স। রাস্তাঘাটে জঞ্জালের পরিমাণও বাড়ছে। আর সময় যত এগোচ্ছে কোলাঘাট শহরের মর্যাদা বা পুরসভার মর্যাদা না পাওয়ায় সমস্যা তত বাড়ছে সাধারণ মানুষের।

পূর্ব মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত পাঁচটি পুরসভা আছে। এখন দেখার সেই তালিকায় কোলাঘাটের নাম কবে যুক্ত হয়।

সৈকত শী

Howrah News: উধাও হওয়া প্রচুর টাকা ফিরল সুদ সমেত! বাংলার এই পুরসভায় ভুতুড়ে কাণ্ড! শুনলে হাঁ হয়ে থাকবেন

হাওড়া: কয়েক মাস আগে উধাও হওয়া টাকা সুদ সহ ফিরল অ্যাকাউন্টে! গত কয়েক মাস আগে হঠাৎ টাকা উধাও হয়। ঘটনায় রীতিমত হৈ হৈ কান্ড পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! হাতের নখে দিয়ে পড়ুয়া যা করল! একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না!

পুরসভা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে তাদের জানানো হয় সেই ব্যাঙ্কে থাকা উলুবেড়িয়া পৌরসভার একাউন্ট থেকে নকল চেক মারফত ১৪ লাখ ৬৯ হাজার ৯৭৭ টাকা তুলে নেন প্রতারকরা। এরপরই উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি লালবাজারের সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। ই-মেল করে বিষয়টি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কে জানানো হয়। অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাঙ্ক।

মঙ্গলবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে পৌরসভার যে একাউন্ট থেকে টাকা উধাও হয়েছিল সেই একাউন্টেই সুদসমেত উধাও হওয়া সমস্ত টাকা ফেরানো হয়। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান উলুবেড়িয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রজত মজুমদার। টাকা ফিরে পেলেও এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস।

রাকেশ মাইতি