কৃতি ছাত্র

HS Result 2024: উত্তর ২৪ পরগনা জেলার জয়জয়কার! উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল একমাত্র এই ছাত্র

উত্তর ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এবার উত্তর চব্বিশ পরগনার মধ্যে একমাত্র র‍্যাঙ্ক করেছে একজন ছাত্র। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম স্কুলের অহন চক্রবর্তী। জেলার মধ্যে সেরার সেরা হওয়ায় খুশি রহড়া রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ স্বামী মুরলী ধরানন্দ-সহ মিশনের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও।

৪৮৮ নম্বর পেয়ে মেধাতালিকায় নবম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার একমাত্র ছাত্র অহন চক্রবর্তী। শতাংশের হিসেবে সে পেয়েছে ৯৭.৬%। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অহন। রামকৃষ্ণ মিশনে পড়ার মধ্যে দিয়েই গড়ে ওঠে তার শক্ত ভিত। গানের গলাও অসাধারণ বলেই জানালেন মিশনের মহারাজ।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অহন যে মেধা তালিকায় স্থান পেতে পারে তা আগেই আন্দাজ করেছিলেন রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ-সহ শিক্ষক শিক্ষিকারা। তাই অহনকে ডেকে টিভিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন মহারাজ স্বয়ং। ফল ঘোষণা হতেই মহারাজের সেই ইচ্ছাপূরণ করল এই কৃতি ছাত্র।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

আগামী দিনে স্ট্যাটিস্টিকস নিয়েই এগোনোর ইচ্ছা রয়েছে, রিসার্চেরও ইচ্ছা রয়েছে তার জানালেন কৃতী ছাত্র অহন চক্রবর্তী। ছাত্রের এই সাফল্যের পিছনে মা-বাবারও যথেষ্টই ভূমিকা রয়েছে, আর তাই তাদের এই পরিশ্রমকেও কুর্নিশ জানালেন মিশনের মহারাজ। অহনের বাবা দেবাশীষ চক্রবর্তী ও মা লিলি চক্রবর্তী ছেলের এই রেজাল্টে অভিভূত। এদিন মিশনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় জেলার এই কৃতি ছাত্রকে।

Rudra Narayan Roy