Tag Archives: Higher Secondary

Higher Studies: পেশাদারী ডিগ্রি নাকি চিরাচরিত অ্যাকাডেমিক ডিগ্রি? উচ্চ মাধ্যমিকের পর কোনটা বেছে নেবেন! পরামর্শ দিলেন শিক্ষক

উত্তর দিনাজপুর:  সদ‍্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ‍্যমিকের ফলাফল। রেজাল্ট হাতে পেয়ে এখন অনেক ছাত্র-ছাত্রীদের মনে একটাই প্রশ্ন উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিভাগে পড়াশোনা করলে কেরিয়ার গড়ার সুযোগ ভাল হবে? পেশাদারী কোনও ডিগ্রি নাকি অ‍্যাকাডেমিক ডিগ্রি? কোনটি করলে কেরিয়ারের জন‍্য ভাল হবে? এই প্রতিবেদনে রইল এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর।

বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা বেছে নেন পছন্দের বিষয়ের উপর অনার্স-সহ ব্যাচেলার ডিগ্রী করাকে। এই ডিগ্রী অর্জনের পর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ থাকে। আবার বি এড করে শিক্ষকের চাকরিতেও নিযুক্ত হওয়া যায়। ব‍্যাচেলার ডিগ্রি অর্জনের পর বিভিন্ন চাকরির পরীক্ষাতেও থাকে বসার সুযোগ।

আবার অনেক ক্ষেত্রেই শিক্ষার্থী এই সময় এমন বিষয়ে পড়াশুনো করতে চান যে বিষয়ে পড়াশোনার পর কোনও একটি ক্ষেত্রে সহজেই মিলবে চাকরির সুযোগ। তাই অনেকের মনে একটাই প্রশ্ন উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিষয়গুলো নিয়ে তারা পড়াশোনা করবেন?

আরও পড়ুন: ফোনের স্টোরেজ ফুল? হ্যাং করছে ফোন? খালি করার ৫ সেরা উপায় জেনে নিন, ঝড়ের গতিতে ছুটবে মোবাইল

এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক প্রভাস সরকার জানালেন, উচ্চ মাধ্যমিকের রেগুলার কোর্স কিংবা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন। প্রফেশনাল কোর্স গুলো করা থাকলে সরকারি চাকরি না হলেও কিছু কিছু কোর্স করলে যেকোনও প্রাইভেট কোম্পানিতে সহজে চাকরি পাওয়ার পথ প্রশস্থ হবে।

এর মধ্যে অন্যতম হল সাংবাদিকতা, ফ্যাশন ডিজাইনিং, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয় গুলো নিয়ে পড়তে পারেন। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া যেতে পারে। কিংবা কেউ যদি ভবিষ্যতে আইনজীবিকাকে পেশা হিসেবে বেছে নিতে চায় সেই ধাপ অনুযায়ী পড়তে পারে।

এছাড়াও বিটেক (ব্যাচেলার অফ টেকনোলজি) কিংবা বিবিএ ( ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এইসব বিষয় নিয়েও পড়াশোনা করতে পারেন। তবে এক্ষেত্রে শিক্ষক প্রভাস সরকারের পরামর্শ সর্বপ্রথম আপনার কোন বিষয়ে আগ্রহ তা নিজেকে বুঝতে হবে। সেই বিষয় নিয়েই ভবিষ‍্যতে এগোনো উচিত। আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়লে অথবা কোন কোর্সের অধীনে পড়াশোনা করলে যথেষ্ট তাড়াতাড়ি সাফল্য মিলবে তা নিয়ে চিন্তাভাবনা করার বদলে নিজের পছন্দ মাফিক বিষয়টিকে বেছে নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করলে আগামীতে অবশ্যই সাফল্য মিলবে।

পিয়া গুপ্তা

South 24 Parganas News: সকলেই পাস! উচ্চমাধ্যমিকের এই সুখবর সেলিব্রেট করতে রাস্তায় বাজল ডিজে বক্স

দক্ষিণ ২৪ পরগনা :  ঠাকুর বিসর্জন নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে ডিজে বক্স বাজিয়ে উল্লাসে মাতল পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকা দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাই স্কুলের ছাত্ররা।এদিন ছিল রেজাল্ট আনার দিন আর ছাত্ররা  নিজেদের মধ্যেই ঠিক করে যে স্কুল লাইফ শেষ হয়ে গেল। স্কুলে আর যাব না। আর তাই এই শেষ দিনে এমন একটা কিছু করে দেখাতে চায় যা স্কুল লাইফের শেষ দিনটি সারা জীবন মনে থাকবে।

তাই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে তারা। এই স্কুলে সমস্ত ছেলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর সেই আনন্দে কিছু ছাত্ররা উদযাপনের পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনামাফিক রাস্তায় প্রতিমা বিসর্জনের মতন ভ্যানে করে ডিজে বক্স বাজিয়ে স্কুলে মার্কশিট আনতে ‌যায়, তার সঙ্গে চলছিল উদ্দাম নাচ।

এলাকার ব্যস্ততম রাস্তায় বেশ কিছু ছাত্ররা উদ্দাম নাচে মেতে উঠেছিল। যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কিছুই জানতেন না। তবে এভাবে বক্স বাজিয়ে রেজাল্ট আনতে যাওয়া এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ বারাসাত এলাকার বাসিন্দারা। এলাকার রাস্তায় কেউ কেউ বলেন ‘‘এখন কি কোনও পুজো আছে?  তাহলে রাস্তায় কেন এত বক্স বাজিয়ে ছেলেরা নাচতে নাচতে যাচ্ছে৷’’

অনেকেই মজার ছলে বলছে, ‘‘ওরা রেজাল্ট আনতে যাচ্ছে আর ওদের আজ স্কুল জীবন শেষ তাই প্রতিমা বিসর্জন নয়। স্কুল জীবন বিসর্জন দিতে যাচ্ছে।’’ যদিও ছাত্রদের মধ্যে একাংশ বলে, ‘‘আমরা এটা পরীক্ষার শেষ দিন থেকেই ভেবে রেখেছিলাম যে পরীক্ষা রেজাল্ট বের হলে যদি আমরা সবাই পাস করতে পারি তাহলে এই ভাবেই বক্স বাজিয়ে আনন্দ করতে করতে আমরা আমাদের রেজাল্ট আনতে যাব সেইমতো আমরা এটা করলাম।’’

Suman Saha

HS Result 2024: উত্তর ২৪ পরগনা জেলার জয়জয়কার! উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল একমাত্র এই ছাত্র

উত্তর ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এবার উত্তর চব্বিশ পরগনার মধ্যে একমাত্র র‍্যাঙ্ক করেছে একজন ছাত্র। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম স্কুলের অহন চক্রবর্তী। জেলার মধ্যে সেরার সেরা হওয়ায় খুশি রহড়া রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ স্বামী মুরলী ধরানন্দ-সহ মিশনের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও।

৪৮৮ নম্বর পেয়ে মেধাতালিকায় নবম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার একমাত্র ছাত্র অহন চক্রবর্তী। শতাংশের হিসেবে সে পেয়েছে ৯৭.৬%। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অহন। রামকৃষ্ণ মিশনে পড়ার মধ্যে দিয়েই গড়ে ওঠে তার শক্ত ভিত। গানের গলাও অসাধারণ বলেই জানালেন মিশনের মহারাজ।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অহন যে মেধা তালিকায় স্থান পেতে পারে তা আগেই আন্দাজ করেছিলেন রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ-সহ শিক্ষক শিক্ষিকারা। তাই অহনকে ডেকে টিভিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন মহারাজ স্বয়ং। ফল ঘোষণা হতেই মহারাজের সেই ইচ্ছাপূরণ করল এই কৃতি ছাত্র।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

আগামী দিনে স্ট্যাটিস্টিকস নিয়েই এগোনোর ইচ্ছা রয়েছে, রিসার্চেরও ইচ্ছা রয়েছে তার জানালেন কৃতী ছাত্র অহন চক্রবর্তী। ছাত্রের এই সাফল্যের পিছনে মা-বাবারও যথেষ্টই ভূমিকা রয়েছে, আর তাই তাদের এই পরিশ্রমকেও কুর্নিশ জানালেন মিশনের মহারাজ। অহনের বাবা দেবাশীষ চক্রবর্তী ও মা লিলি চক্রবর্তী ছেলের এই রেজাল্টে অভিভূত। এদিন মিশনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় জেলার এই কৃতি ছাত্রকে।

Rudra Narayan Roy

Madhyamik 2024: একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

কলকাতা: চলতি মাসের ২ তারিখেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল৷ এবারের মাধ্য়মিক পরীক্ষায় বসেছিল ৯ লাখ ১০ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে বলে ঘোষণা করেছে বোর্ড। এবার কোন বিষয়ে কত নম্বর পেলে একাদশ শ্রেণির কোন শাখায় ভর্তি হওয়া যাবে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷

আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে

সংসদ তরফে জানানো হয়েছে, বিজ্ঞান শাখার অঙ্ক এবং স্ট্যাটিস্টিকস নিয়ে পড়তে গেলে বিচার্য হবে অঙ্কের নম্বর, অঙ্কে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। বিজ্ঞান শাখা ছাড়াও বাণিজ্য শাখার কোনও বিষয় নিয়ে পড়তে গেলেও মাধ্যমিকের কোন বিষয়ে কত নম্বর পেতে হবে তা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীরা ঐচ্ছিক বিষয় হিসাবে রাখতে পারে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিক্যুরিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই বিষয়গুলি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে গেলে অঙ্কে পেতে হবে কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর।

আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

অন্য দিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং ভূগোল নিয়ে পড়তে গেলেও কত নম্বর পেতে হবে জানিয়েছে পর্ষদ। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে পড়তে গেলে মাধ্যমিকে ছাত্রছাত্রীদের পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। আর যারা ভূগোল নিয়ে একাদশে ভর্তি হতে চায় তাদের ক্ষেত্রে বিচার্য হবে মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর।

HS Examination 2024: এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা: সূত্র

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে ৷

WB HS Results 2024 Today LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

এবার অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার দরুণ অনেক কম সময়েই প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে। রাজ্যের পক্ষ থেকে সবুজ সঙ্কেত এলেই পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।

আরও পড়ুন– আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে, ইদের দিন কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে? জেনে নিন

ফল প্রকাশ হলেও ছাত্রছাত্রীদের সংবর্ধনা বা ফোন করে শুভেচ্ছা জানাতে পারবে কি রাজ্য সরকার? তা নিয়ে নির্বাচন কমিশনের মতামত নেবে রাজ্য বলেই সূত্রের খবর ৷