প্রতিমা তৈরি

Durga Puja 2024: বেড়েছে দুর্গা পুজোর অনুদান! বায়না শুরু পালপাড়ায়! খুশি মৃৎশিল্পীরা

জলপাইগুড়ি: পুজোর আর মাত্র দু’ মাস বাকি! ইতিমধ্যেই পুজোর তোড়জোড় শুরু পালপাড়া গুলোতে। উপরন্তু, এবছর রাজ্যসরকারের তরফে পুজোর ক্লাবগুলি ৮৫ হাজার টাকা অনুদান পাওয়ায় পুজোর বাজেটও বেড়েছে অনেকটাই। তাই প্রতিমা বানানোর অর্ডারও পৌঁছে গিয়েছে মৃৎশিল্পীদের কাছে। ইতিমধ্যেই জলপাইগুড়ির কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজে যেন জোয়ার এসেছে।

দুর্গোৎসবের কাউন্ডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর ডঙ্কা‌ বাজছে চারদিকে। শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। বতর্মানে তার‌ই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গেছেন। এখন‌ও আসছেন অনেকে।

আরও পড়ুন:ডু‌য়ার্সের এই সৌন্দর্য দেখেননি নিশ্চিত! পুজোয় গন্তব্য হোক এই গ্রাম! সারাজীবন মনে থেকে যাবে

তবে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। অন্যদিকে, জিনিসপত্রের মূল‍্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরাঞ্জমের। মাটির দাম‌ও এখন প্রায় আকাশছোঁয়া। যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি কিনতে‌ গিয়ে ঘাম ছুটছে শিল্পীদের। মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্যেও কিছু অনুদানের ব্যবস্থা করুক‌ সরকার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে