মহিষীলার কুমোরটুলিতে চলছে প্রতিমা তৈরির কাজ।

West Bardhaman News : প্রশাসনের কড়া মনোভাবে বড় অভাব গঙ্গামাটির! দুর্গাপুজোর আগে চিন্তায় মৃৎশিল্পীরা

আসানসোল, পশ্চিম বর্ধমান : রথযাত্রা পার হতেই শুরু হয়ে গিয়েছে বাঙালির দিন গোনা। পুজোর আগে আর বাকি নেই ১০০ দিনও। বিভিন্ন বড় পুজো উদ্যোক্তারা খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু প্রতিমা শিল্পীরা পড়েছেন বিশাল চিন্তায়। প্রশাসনের কড়া মনোভাবের কারণে দেখা দিয়েছে গঙ্গামাটির অভাব । ফলে প্রতিমা তৈরি নিয়ে চিন্তা বেড়েছে সমস্ত শিল্পীদের।

ঠিক কি বলছেন প্রতিমা শিল্পীরা? আসানসোলের মহিশীলার কুমোরটুলিতে গিয়ে দেখা গিয়েছে, প্রতিমা তৈরির কাজ চলছে ধীরে ধীরে। কিন্তু সমস্ত প্রতিমা কীভাবে তারা সময়ে তৈরি করা শেষ করবেন, সে বিষয়ে চিন্তা রয়েছে তাদের। মৃৎশিল্পীরা বলছেন, দুর্গা মূর্তি তৈরি করতে অবশ্যই প্রয়োজন হয় গঙ্গা মাটির। কিন্তু নদী থেকে মাটি, বালি তোলা নিয়ে প্রশাসন একাধিক কড়া পদক্ষেপ করেছে। যার সরাসরি প্রভাব পড়েছে জেলার কুমোরটুলিতে।

আরও পড়ুন : স্বস্তি ফিরছে মধ্যবিত্তের পকেটে, রেডের পর একটু আয়ত্তে সবজির দাম, রইল হিসেব

উল্লেখ্য, দুর্গা প্রতিমা তৈরির সময় গঙ্গা মাটির প্রয়োজন হয়। কাঠামো তৈরির শুরুতেই গঙ্গা মাটি দেওয়ার নিয়ম রয়েছে। তাছাড়াও বিভিন্ন বনেদি বাড়ির পুজো এবং পুরানো পুজোর প্রতিমাগুলিতে গঙ্গামাটি দিতে হয়। কিন্তু এই মাটি প্রশাসনের কড়া মনোভাবের জন্য পাওয়া যাচ্ছে না বলে মৃৎশিল্পীরা দাবি করছেন। যেহেতু পুজো এগিয়ে আসছে, তাই এই বিষয়টি চিন্তা বাড়িয়েছে শিল্পীদের।

আরও পড়ুন : বর্ষা আসতেই গারুই নিয়ে চিন্তা শহরবাসীর, শুরু হয়েছে তরজা! অন্যদিকে চলছে সংস্কারের কাজ

প্রসঙ্গত, ইতিমধ্যেই একাধিক প্রতিমা তৈরির অর্ডার মৃৎশিল্পীরা পেয়েছেন। তারা বলছেন, গঙ্গা মাটি মূলত গঙ্গার দ্বীপ থেকে নিয়ে আসা হয়। তবে একাধিক বিধি নিষেধের জন্য সরবরাহকারীরা সেই মাটি দিতে পারছেন না। একই সঙ্গে শিল্পীদের আশঙ্কা, যদি পরে গঙ্গা মাটি পাওয়া যায়, তাহলেও দাম অনেকটা বাড়তে পারে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

যার ফলে প্রতিমা তৈরিতে খরচ বাড়বে এক ধাক্কায়। সবমিলিয়ে গঙ্গা মাটির অভাব চিন্তা বাড়িয়েছে কুমোরটুলিতে।

নয়ন ঘোষ