দুর্গা প্রতিমা

Durga Puja 2024: কখনও রোদ, কখনও বৃষ্টি! মূর্তি নির্মাণে অসুবিধাা, পুজোর আগে আতান্তরে মৃৎশিল্পীরা

কোচবিহার: আবহাওয়া খামখেয়ালি আর তাতেই চিন্তায় পড়তে হচ্ছে প্রতিমা শিল্পীদের।  কোচবিহারে একাধিক প্রতিমা কারখানা রয়েছে বিভিন্ন এলাকায়। প্রায় প্রতিটি প্রতিমা কারখানায় কর্মব্যস্ততা রয়েছে একেবারেই চরমে। মূর্তি নির্মাণের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। তবে আচমকাই আবহাওয়া প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে শিল্পীদের জন্য। ক্রমাগত বৃষ্টির ফলে প্রতিমার মাটি এবং রঙ শুকোতে সময় লাগছে। তাই চাপের মুখে পড়তে হচ্ছে শিল্পীদের। দ্রুত প্রতিমৈ তৈরির কাজ সম্পন্ন করতে না পারলে তা ডেলিভারি দিতে দেরি হয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন তাঁরা।

কোচবিহারের এক প্রতিমা শিল্পী পুলক পাল জানান, বর্তমান সময়ে যে ভাবে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে, তাতে অসুবিধা বাড়ছে অনেকটাই। এখনও বহু প্রতিমার রঙের কাজ বাকি রয়েছে। মাটির প্রলেপ পর্যন্ত বেশ কিছু মূর্তিতে দেওয়া হয়নি। শেষ মুহূর্তে কাজ করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে আবহাওয়ার কারণে। মাঝেমধ্যে আবার রোদের দেখাও মিলছে। তখন কাজে গতি আনতে হচ্ছে সকলকে।

কোচবিহারের আরও দুই প্রতিমা শিল্পী ভরত বৈরাগী ও নরেন পণ্ডিত জানান, চলতি বছরে কোচবিহারে বেশ অনেকগুলি বড় বাজেটের পুজো রয়েছে। বেশিরভাগেরই প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তবে বেশ কিছুর রং এবং কাপড়ের কাজ বাকি রয়েছে। আর সেগুলি মহালয়ার পরের দিন থেকেই ডেলিভারি নেওয়ার কথা চলছে। তাই কাজ শেষ করতে হচ্ছে দ্রুত গতিতে। বৃষ্টির প্রভাবের কারণে বেশ অনেকটা সময় নষ্ট হয়েছে  প্রতিমা কারিগরদের।

 বৃষ্টির মাঝে সামান্য রোদ যেন অনেকটাই খুশি করে তুলছে প্রতিমা কারিগরদের। যদিও একটানা বৃষ্টির ফলে আবহাওয়ারও পরিবর্তন হয়েছে অনেকটা। সন্ধ্যার পরেই বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে বেশি কিছু এলাকায়। ফলে প্রতিমা নির্মাণের কাজে কিছুটা হলেও অসুবিধা তৈরি হচ্ছে।

সার্থক পণ্ডিত