দার্জিলিং, লাইফস্টাইল North Bengal Trip: দার্জিলিংয়ের এই জায়গায় দাঁড়ালে হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা! শীতে মিলতে পারে স্নো-ফলের মজা, রইল ঠিকানা Gallery October 29, 2024 Bangla Digital Desk *দার্জিলিংয়ের এই জায়গায় দাঁড়ালেই নাকি হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘাকে পাওয়া যায়। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এর মাঝে মাঝে মাঝেই উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা। বর্তমানে হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা কে পেতে এই জায়গায় দূর দূর থেকে ছুটে আসছে পর্যটকেরা। সাদা বরফের চাদরে মোরা, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর এই জায়গায় প্রচুর মানুষ ছুটে আসে। চারিদিকে সারি সারি পাহাড়ের মাঝে শুয়ে রয়েছে ঘুমন্ত বুদ্ধ। *দার্জিলিংয়ের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে মোরা সান্দাকফু সকলেরই চেনা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলে মানা হয় সন্দকফুকে। দার্জিলিংয়ের এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেই দেখা মেলে রেড পান্ডার। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে এই সান্দাকফু। *কেউ হেরিটেজ ল্যান্ড রোভারে, কেউ আবার পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাস্তা উপভোগ করতে করতে রওনা দেন সান্দাকফুর উদ্দেশ্যে। রাস্তায় একটু যেতে না যেতেই মন মুগ্ধ করা কাঞ্চনজঙ্ঘা ধরা দেয়। ভোরে সূর্যের আলোয় সোনায় মোরা কাঞ্চনজঙ্ঘা থেকে চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা, সব কিছুরই স্বাদ পাবেন এখানে। *বর্তমানে আকাশ একটু পরিষ্কার থাকায় দিনের বেশিরভাগ সময়ে পর্যটকদের ক্যামেরায় ধরা দিচ্ছে সাদা বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা। এখানে ঘুরতে এসে পর্যটকদের মনে যেন আলাদা এই শান্তি। কালীপুজোর আগে যদি আপনি পাহাড়ে ঘুরতে আসেন, আর হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘার সাধ উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে চলেছে সিঙ্গালিলা জাতীয় উদ্যানের মাঝে অবস্থিত সান্দাকফু।