দেওয়াল চিত্র

Bangla Video: বিদ্যালয়ে আস্ত একটা রেলগাড়ি, রয়েছে স্টেশনও! স্কুলের কর্মকান্ডে অবাক হবেন

বাঁকুড়া: দেখে মনে হবে দাঁড়িয়ে আছেন বাঁকুড়া রেল স্টেশনে। ঘাড় ঘোরালে দেখতে পাবেন দাঁড়িয়ে রয়েছে আস্ত একটি ট্রেন। ট্রেনের নাম 1958 আপ কেন্দুয়াডিহি জে বি এস এক্সপ্রেস 2024 ডাউন। রয়েছে দুটি মাত্র কোচ, ক্লাস রুম ৩ এবং ক্লাস রুম ৪ রয়েছে ইমার্জেন্সী এক্সিট। টাইম অফ এরাইভাল সকাল ১০:৫০ এবং টাইম অফ ডিপারচর বিকেল চারটে।

আরও পড়ুনঃ পর্যটনের ভরা মরশুমে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষিরা

শুনে অবাক লাগলেও আসল গল্পটা বেশ ভিন্ন স্বাদের। বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার আগ্রহ বাড়াতে দুই শ্রেণীকক্ষের দেওয়াল জুড়ে আঁকা রয়েছে একটি এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ। ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে বাঁকুড়া স্টেশনে। ট্রেনের নাম কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। আপ ১৯৫৮ অর্থাৎ প্রতিষ্ঠা সাল এবং ডাউন ২০২৪, অর্থাৎ যে সালে ট্রেনটি তৈরি করা হয়েছে। ট্রেন আসার সময় সকাল ১০:৫০ অর্থাৎ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় আসার সময়। এবং ট্রেন পৌঁছানোর সময় বিকেল চারটে যা আদতে ছুটির সময়।

প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা নয়জন এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৯৭। ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ ধরে রাখতে এই উদ্যোগ বিদ্যালয়ের। ট্রেনের প্রতি শিশু মনের একটি টান থাকেই থাকে। অপু দুর্গার মত প্রেম দেখলেই শিশুমণ নেচে ওঠে। এবার সেই ট্রেন যদি শ্রেণিকক্ষের দেওয়ালেই আঁকা থাকে, তাহলে তো আর কথাই নেই। প্রধান শিক্ষক চন্দন দত্ত জানান, দুমাস যাবত এই দেওয়াল চিত্র ছাত্র-ছাত্রীদের যথেষ্ট আগ্রহী করেছে শিক্ষার প্রতি। উদ্যোগ কিছুটা সফলও। শুধু তাই নয়, দেওয়ালে আঁকা রয়েছে সমাজ সচেতনতা মূলক বার্তা। রয়েছে আরওঅনেক দূরদর্শী পরিকল্পনাও।

বাঁকুড়া জেলার শিক্ষার ট্রেন জার্নি শুরু হয় এই ধরনের নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে। ছোট ছোট শিশু মনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয় বিদ্যালয়ে। স্মার্টফোনের যুগে বিদ্যালয় মুখী করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিতে হচ্ছে সরকার এবং শিক্ষক-শিক্ষিকাদের। বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সেই কারণেই দাঁড়িয়ে রয়েছে একটি আস্ত এক্সপ্রেস।

নীলাঞ্জন ব্যানার্জী