উদ্ধার ইলিশ

Ilish or Hilsa Fish: ইলিশ মাছ নিয়ে তুলকালাম কাণ্ড! বাজারে হানা দিতেই যা মিলল… চক্ষু চড়কগাছ পুলিশের, জানলে চমকে যাবেন আপনিও

মালদহ: এ কি চুরি করল চোর। যা নিয়ে রীতিমতো শোরগোল সকালের বাজারে। চুরি হওয়া সামগ্রী আবার বিক্রি হচ্ছে বাজারে। বিক্রির সময়েই হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। যা চুরি হয়েছে শুনলে আপনি অবাক হবেন, সকলের প্রিয় সেই খাবার ইলিশ।

এবার মালদহের মাছের আড়ত থেকে চুরি গেল বাঙালির প্রিয় ইলিশ। চুরি যাওয়া সেই ইলিশ বিক্রি হচ্ছিল মাছের বাজারে। সেখানে হানা দিয়ে আড়ত মালিক অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশের হাতে তুলে দেয়।মালদহের কোতুয়ালি বাজারের ঘটনা।

আরও পড়ুন-    অ্যাকাউন্টে ছিল না ১০০ টাকাও, দিতে পারতেন না স্কুলের ফি, আজ তিনি কোটি কোটি টাকার মালিক, দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, বলুন তো কে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি কোতয়ালির আরাপুর নাদাপপাড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ সে মালদহ শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

আরও পড়ুন-    জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও ধৃত যুবকের দাবী, সে মাছ চুরি করেনি। আড়তের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে এনেছিল। কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে। তবে সঠিক কি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হরষিত সিংহ