ফাইল চিত্র 

Lok Sabha Election 2024: ‘নজরে বীরভূম’ চতুর্থ দফায় লোকসভা নির্বাচনে কত ভোটার, প্রার্থী কতজন?

বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত মোট দুটি লোকসভা। এক বীরভূম লোকসভা আর একটি বোলপুর লোকসভা। রাত পেরোলে লোকসভা নির্বাচন বীরভূমে। আর এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেনে নিন গত বছর কে ছিল এই ভোটে আর কোন প্রার্থী জয়ী হয়েছে। এবং এই বছর কোন প্রার্থী রয়েছে এই লোকসভা নির্বাচনে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় যিনি দীর্ঘ ১৫ বছর থেকে সাংসদ ছিলেন।বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

আরও পড়ুনঃ কাল রাজ‍্যে চতুর্থ দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা? দেখে নিন এক ঝলকে

বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে মোট সাতটি বিধানসভা।মুরারই, নলহাটি, হাসান, রামপুরহাট, সাঁইথিয়া, দুবরাজপুর, সিউড়ি। ২০১৯ সালে শতাব্দী রায় পেয়েছিলেন ৬৫৪০৭৭ ভোট, বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল পেয়েছিলেন ৮৮৯২৪ ভোট, সিপিএম প্রার্থী রেজাউল করিম পেয়েছিলেন ৯৬৭৬৩, এই বছর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।

প্রসঙ্গত, এই বীরভূম লোকসভা নির্বাচনে প্রথম থেকেই বিজেপির প্রার্থী ছিলেন দেবাশীষ ধর , তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। তবে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে দেবাশীষ ধরের পরিবর্তে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয় দেবতনু ভট্টাচার্য। দেবাশীষ ধর ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার। তবে বেশ কিছু কারণে তার প্রার্থী পথ বাতিল হয়। এরপরেই বিজেপির নতুন মুখ হয়ে দাঁড়ায় দেবতনু ভট্টাচার্য।

এবছর বীরভূম লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৫৭ হাজার ২২ জন। লড়াই করছেন তিন জন নির্দল সহ ১২ জন প্রার্থী। ১৯৪৩ টি ভোট গ্রহন কেন্দ্র। তার মধ্যে ৬৪০ টি স্পর্শকাতর বুথ। নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে ১৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে ৬,১৭২ জন রাজ্য পুলিশের কর্মী। এবার বীরভূম লোকসভা কেন্দ্রের সিউড়ির আইটিআই ও রামপুরহাট কলেজ এই দুটি জায়গায় ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে। ২০১৯ শের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই থাকলেও ২০২৪ শের নির্বাচনে বামফ্রন্টের সমর্থনে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ মূল ফ্যাক্টর। ১৯ শের নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস আলাদা আলাদা ভাবে লড়াই করে ১,৭২,৩০৯ টি ভোট পেয়েছিল। এবারের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ।

সুতরাং, বীরভূম লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটে জোটের প্রার্থী থাবা বসালে সংকটে পড়তে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। তাতে আখেরে লাহবান হতে পারে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। পেশায় আইনজীবী তথা হাঁসনের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের শক্ত গড় হাঁসন। পাশাপাশি নলহাটি ও মুরারই দুটি বিধানসভাতেও সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ মিল্টন রশিদের পক্ষে যেতে পারে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোটে ঘাটতি পড়তে পারে।

সৌভিক রায়