করা হচ্ছে টোটো পরীক্ষা

টোটো নিয়ে বড় খবর, রাস্তায় দাপাদাপির দিন শেষ, প্রশাসনের বড়সড় সিদ্ধান্ত

উত্তর ২৪ পরগনা: বারাসত মোটর ভেহিকেলস দফতর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন বারাসাতের প্রাণকেন্দ্র চাপাডালি মোড়ে অনিয়ন্ত্রিত টোটোর ক্ষেত্রে লাগাম টানতে বিশেষ কর্মসূচির গ্রহণ করল।

জানা যায়, আরটিও দফতর ও বারাসাত থানার পুলিশ এদিন রাস্তায় নেমে পথ চলতি টোটো চালকদের দাঁড় করিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে দেওয়া কিউআর কোড পরীক্ষা করে দেখা হয়। সেখানেই যে সমস্ত টোটোর কিউআর কোড নেই, তাদের রীতিমতো সিজ করা হয় গাড়ি।

প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষের তরফ থেকে বারাসাতে ক্রমে বেড়ে চলা অনিয়ন্ত্রিত টোটো চালকদের লাগাম টানতে কিউআর কোড চালু করা হয়েছিল।

আরও পড়ুন- গ্রীষ্মকালের অপেক্ষা করতে হবে না… এই আম পাওয়া যায় সারা বছর

বারাসাত এলাকায় বিভিন্ন রুটে চলাচল করা টোটোর গায়ে নির্দিষ্ট কিউআর কোড লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যায় ক্রমেই জেলা সদর শহরে কিউআর কোড বিহীন টোটোর রমরমা বাড়তে থাকে।

বিভিন্ন মাধ্যম থেকেই সেই অভিযোগ জমা পড়ছিল প্রশাসনের কাছে। এদিন তাই বিশেষ কর্মসূচি হিসেবে প্রশাসনের তরফে এই নজরদারি চালানো হল বারাসাত শহরে। তবে এদিন হঠাৎই এমন নজরদারির ফলে সমস্যায় পড়লেন টোটো চালকরাও।

অনেকেই জানালেন, টোটোর কিউআর কোড পাওয়ার জন্য ইতিমধ্যেই টাকা-সহ আবেদন জমা করেছেন, তবে মেলেনি কিউআর কোড। অনেক টোটোতেই আবার ইউনিয়নের লোগো লাগিয়ে চলছে যাত্রী পরিষেবা।

বারাসত টোটো ইউনিয়নের দায়িত্বে থাকা তাপস দাশগুপ্ত জানান, ইউনিয়নের তরফ থেকে কোনওরকম অতিরিক্ত টাকা নেওয়া হয় না। কিউ আর কোড-এর জন্য আবেদন জমা পড়েছে। সেক্ষেত্রে ইউনিয়নের লোগো দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই কিউআর কোড পাবেন নতুন টোটো চালকরা।

বিজেপির উপর দোষ চাপিয়ে তিনি জানিয়েছেন তৃণমূলকে কালিমালিপ্ত করতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে কিছু বিজেপি কর্মী। এমন ঘটনা যদি হয়ে থাকে, প্রমাণ করে দিক।

আরও পড়ুন- তুলি ধরা মুখে! রঙের আঁচড়ে ৫ মিনিটে ফুটে উঠল কবিগুরুর প্রতিকৃতি, বাহবা শিল্পীকে

ইউনিয়নের তরফে এমন ঘটনা ঘটলে সাসপেন্ড করা হবে বলেও জানান তিনি। তবে হঠাৎ প্রশাসনের এমন কড়াকড়িতে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন সাধারণ টোটো যাত্রীরা। মাঝ পথেই নামিয়ে দেওয়া হচ্ছে তাঁদের।

আগামী দিনেও এমন নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে, কিউআর কোড ছাড়া কোন টোটোই চালানো যাবে না রাস্তায়।

Rudra Narayan Roy