প্রতিকী ছবি

Alipurduar News: বাধ মানছে না ডেঙ্গি! বর্ষা নামলে আরও ভয়ঙ্কর হতে পারে এই মশাবাহিত রোগ! চিন্তায় প্রশাসন

আলিপুরদুয়ার: জোর বৃষ্টি হলেই ডেঙ্গি রোখা আর সম্ভব হবে না, তাই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে এবার নর্দমা পরিষ্কারের উদ্যোগ নিল কালচিনি ব্লক প্রশাসন। জল যাতে এক জায়গায় জমে না থাকে তা ঠিকমত চলাচল করতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে। রিমল ঝড়ের প্রভাব আলিপুরদুয়ার জেলায় দেখা যায়নি। তবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এই বৃষ্টিপাত হলেই ডেঙ্গি দমন করা আর সম্ভব হবে না বলে প্রশাসন সূত্রে জানা যায়। কালচিনি এলাকায় জেসিবি দিয়ে পরিষ্কার করা হয় নর্দমা। এ বিষয়ে কালচিনি বিডিও মিঠুন মজুমদার বলেন,’নর্দমা পরিষ্কার হলে ডেঙ্গির প্রভাব অনেকটাই কমবে বলে আশা করছি। তাই জেলা শাসকের নির্দেশে নর্দমাগুলো পরিষ্কার করা হচ্ছে। অবৈধভাবে দখল করা দোকান সরিয়ে দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন:কুলকুল করে বয়ে যাচ্ছে নদী, পাশেই জঙ্গল, দৌড়ঝাঁপ থেকে দূরে উত্তরবঙ্গের নতুন এই ডেস্টিনেশন

বর্ষার পূর্বে কালচিনি ব্লকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কালচিনি ব্লকে এখনও পর্যন্ত ৬৮ জন ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে। যা আলিপুরদুয়ার জেলায় সর্বোচ্চ। কালচিনি ব্লকে সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে কালচিনি গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ২২ জন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey